৮১ কেজি ক্যাটাগরিতে লড়েছিলেন অজয়৷ তাঁর বডি ওয়েটের ডাবল ওজন (১৯০ কেজি) তুলে জাতীয় রেকর্ড ভাঙেন তিনি৷ সেই সঙ্গে অলিম্পিক কোয়ালিফাইয়িং ইভেন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেন অজয়
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়লেন ভারতের অজয় সিং৷ শুক্রবার ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে সোনা জেতেন বছর বাইশের এই ভারোত্তলোক৷ এই ক্যাটাগরিতে রুপোও আসে ভারতের ঘরে৷
৮১ কেজি ক্যাটাগরিতে লড়েছিলেন অজয়৷ তাঁর বডি ওয়েটের ডাবল ওজন (১৯০ কেজি) তুলে জাতীয় রেকর্ড ভাঙেন তিনি৷ সেই সঙ্গে অলিম্পিক কোয়ালিফাইয়িং ইভেন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেন অজয়৷ এর আগে এশিয়ান ইয়ুথ ও জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন অজয়৷ ১৪৮ কেজি ইভেন্টে পদক জেতেন তিনি৷ এটাই অজয়ের সেরা স্কোর৷ এপ্রিলে চিনের নিংবু শহরে এশিয়ান চ্যাম্পিয়শিপে ৩২০ কেজির থেকে ১৮ কেজি বেশি ওজন তোলেন অজয়৷
অজয়ের সোনা জয়ের পাশাপাশি ৮১কেজি বিভাগে রুপো জেতেন ভারতীয় ভারোত্তলোক৷ ৩১৩ কেজি তুলে রুপো জিতে নেন পাপুল চাংমাই৷ ফেব্রুয়ারিতে সিনিয়র জাতীয় ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি৷ পুরুষদের ৮৭ কেজি ক্যাটাগরিতে ২২১ কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেন পি অনুরুদ্ধ৷ আর কমনওয়েলথে সোনা জয়ী আরভি রাহুল ৮৯ কেজি ক্যাটাগরিতে ৩২৫ কেজি তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন৷
গোল্ড কোস্টে কমনওয়েলথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ ক্যাটাগরিতে মিলিয়ে প্রথম দিনেই আটটি সোনা জিতেছিল ভারত৷ আটটি সোনা ছাড়াও তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জেতেন ভারতীয় প্রতিযোগীরা৷ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাঈ মোট ১৯১ কেজি (৮৪ কেজি ও ১০৭ কেজি) বিভাগে সোনা জেতেন৷