দলে চাপ থাকলেও জিততে মরিয়া লাল-হলুদ শিবির।
কোলাডো ছাড়াই শনিবার ট্রাউয়ের বিরুদ্ধে খেলতে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ডিসিপ্লিনারি কমিটির মিটিং না হওয়ায় ট্রাউয়ের বিরুদ্ধে খেলতে পারছেন না তিনি। ফলে দলে চাপ থাকলেও জিততে মরিয়া লাল-হলুদ শিবির। যদি ২০ ডিসেম্বর ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে অন্যরকম কিছু হলে ডার্বিও খেলতে পারবেন না স্প্যানিশ তারকা। আই লিগের দুর্বলতম দল ট্রাউ। তার উপর কোচ নিয়ে জেরবার তারা। ইস্টবেঙ্গল ম্যাচের আগেরদিনও ফুটবলাররা জানেন না, শনিবার তাঁদের কোচ কে। এফসির লাইসেন্স থাকলে আই লিগে কোচিং করানো যায়, তা নাকি ডগলাসের নেই। ভারতীয় ফুটবল ফেডারেশন সেই লাইসেন্সকে ভারতে কোচিং করানোর জন্য মঞ্জুর করছে না। ট্রাউয়ের তরফে ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছে। মোহনবাগান ম্যাচে ফুটবলার তালিকায় কোচের নামই রাখতে পারেনি ট্রাউ। ইস্টবেঙ্গল ম্যাচেও সম্ভবত এরকমই হচ্ছে।