ক্রিকেট আমাকে লড়তে শিখিয়েছে : যুবরাজ

< 1 - মিনিট |

দেশের হয়ে ৩০৪ একদিনের ম্যাচ, ৪০ টেস্ট, ৫৮ টি-২০ খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপ, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ভারতকে জিতিয়েছেন যুবরাজ

কে আর সি টাইমস ডেস্ক

ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। আর তাই আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। অবসর ঘোষণা করে আবেগতাড়িত কন্ঠে এমনই জানালেন যুবরাজ সিং। 

সোমবার বছর ৩৭-এর যুবরাজ সিং বলেন, ২৫ বছর পর আমি এগিয়ে যেতে চাই। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। আর তাই এই জায়গায় আজ দাঁড়িয়ে রয়েছি। দেশের হয়ে ৪০০ ম্যাচ খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ক্রিকেট খেলার প্রথম দিনগুলিতে এমন জায়গায় পৌঁছতে পারব ভাবতে পারেনি। বছরের পর বছর ধরে কিছু মহান বন্ধু এবং কিছু ক্ষেত্র মহান বন্ধুত্ব নয় তা গড়ে তুলেছি। নিজের প্রতি বিশ্বাস কোনওদিন হারায়নি। এই খেলার সঙ্গে ভালবাসা-ঘৃণা সম্পর্ক গড়ে উঠেছিল। আমি বোঝাতে পারব না এই খেলা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই খেলা আমায় লড়তে শিখিয়েছে। সাফল্যের তুলনায় ব্যর্থ বহুবার হয়েছি। কিন্তু কখনই হাল ছাড়িনি। 

তিনি দেশের হয়ে ৩০৪ একদিনের ম্যাচ, ৪০ টেস্ট, ৫৮ টি-২০ খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপ, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ভারতকে জিতিয়েছেন যুবরাজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news