ক্লে-কোর্টে জয় দিয়ে মরশুম শুরু সেরেনা উইলিয়ামস-র

< 1 - মিনিট |

একতরফা জয় দিয়ে ক্লে-কোর্টে মরশুম শুরু করলেন সেরেনা উইলিয়ামস৷ ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পরিচিত ছন্দে ধরা দিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা৷

কে আর সি টাইমস ডেস্ক

একতরফা জয় দিয়ে ক্লে-কোর্টে মরশুম শুরু করলেন সেরেনা উইলিয়ামস৷ ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পরিচিত ছন্দে ধরা দিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা৷ সুইডিশ কোয়ালিফায়ার রেবেকা পিটারসনকে কার্যত ফুৎকারে উড়িয়ে দেন মার্কিন তারকা৷

গত মার্চে মায়ামি ওপেনে পিটারসনকে হারাতে তিন সেটের লড়াই চালাতে হয়েছিল সেরেনাকে৷ ইতালিয়ান ওপেনে ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে রেবেকাকে বিধ্বস্ত করেন উইলিয়ামস৷ যদিও ম্যাচের শুরুটা মনে রাখার মতো হয়নি সেরেনার৷ একসময় ১-৩ গেমে প্রথম সেটে পিছিয়ে ছিলেন তিনি৷ তারপর অবশ্য ছন্দ ফিরে যান  তিনি৷ প্রথম সেটে আর একটি মাত্র গেম জেতার সুযোগ দেন প্রতিপক্ষকে৷ দ্বিতীয় সেটে রেবেকা কার্যত কোনও রকম প্রতিরোধ গড়তেই পারেননি৷

গত মার্চে মায়ামি ওপেনের তৃতীয় রাউন্ডের আগে হাঁটুর চোটের জন্য সরে দাঁড়ান সেরেনা৷ সেই থেকে আর কোর্টে নামেননি তিনি৷ ২০১৬ সালে শেষবার রোমে খেলতে নেমেছিলেন উইলিয়ামস৷ সেবার কেরিয়ারের চতুর্থ ইতালিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি৷

সেরেনা অতি সহজেই প্রথম রাউন্ডের বাঁধা টকপালেও দিদি ভেনাসকে এলিস মার্টেন্সের প্রতিরোধ ভাঙতে হয় তিন সেটের লড়াইয়ে৷ শেষমেশ ৭-৫, ৩-৬, ৭-৬ (৭/৪) সেটে প্রথম রাউন্ডের গণ্ডি টপকে যান সিনিয়র উইলিয়ামস৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news