খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০-এর মশাল এসে পৌঁছল ডিমা হাসাওয়ের জেলা সদর হাফলঙে

< 1 - মিনিট |

জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলের ফ্ল্যাগঅফ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চিফ এগজিকিউটিভ মেম্বার (সিইএম) দেবোলাল গারলোসা।

কে আর সি টাইমস ডেস্ক

১০ ডিসেম্বর থেকে গুয়াহাটিতে অনুষ্ঠেয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০-এর মশাল এসে পৌঁছল ডিমা হাসাওয়ের জেলা সদর হাফলঙে। সোমবার বিকেল ৩-টা নাগাদ হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০-এর মশাল এসে পৌঁছার পর জেলার ক্রীড়াবিদদের নিয়ে এক মিছিল সংগঠিত হয়। 

জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলের ফ্ল্যাগঅফ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চিফ এগজিকিউটিভ মেম্বার (সিইএম) দেবোলাল গারলোসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের এগজিকিউটিভ মেম্বার (ইএম) গলঞ্জ থাওসেন, হাফলং পুরপর্ষদের চেয়ারম্যান মনজিৎ লাংথাসা, জেলা ক্রীড়া আধিকারিক জাগির খান প্রমুখ। 

সিইএম দেবোলাল গারলোসা মশাল মিছিলের ফ্ল্যাগঅফ করে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের হিমা দাস, বক্সার মেরিকম, ডিমা হাসাও জেলার উদীয়মান ফুটবলার বাউরিংদাও বডো, বডি বিল্ডার প্রণব লাংথাসা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসম তথা উত্তরপূর্বের নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। তাই ক্রীড়াক্ষেত্রে আরও বেশি মনোনিবেশ করে যুবসমাজকে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করার আহ্বান জানান দেবোলাল গারলোসা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news