বুধবার দুর্দান্ত গতি অক্ষুণ্ণ রেখে চেক গণরাজ্যে অনুষ্ঠিত টেবোর মিটে গ্ৰা প্ৰিত ২০০ মিটার ইভেন্টে ২৩.২৫ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষ স্থান দখল করেছেন তিনি
আন্তর্জাতিক স্তরে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছেন ১৯ বছরের অসমকন্যা হিমা দাস। পক্ষকালের মধ্যে চতুর্থ স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য গৌরব আবারও কেড়ে এনেছেন দৌড়ের রানি ধিং এক্সপ্রেস হিমা। বুধবার দুর্দান্ত গতি অক্ষুণ্ণ রেখে চেক গণরাজ্যে অনুষ্ঠিত টেবোর মিটে গ্ৰা প্ৰিত ২০০ মিটার ইভেন্টে ২৩.২৫ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষ স্থান দখল করেছেন তিনি। তাঁর এই সাফল্যে মুখ্যমন্ত্রী সনোয়াল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল রাত ১০:৫৯-এ তাঁর ট্যুইট হ্যান্ডলে এই খবর দিয়ে হিমা লিখেছেন, ‘আজ ২০০ মিটারে আবারও এক সোনা জয় করেছি এবং টাবোর গিপি-তে আমার টাইমিং ২৩.২৫ সেকেন্ডে উন্নীত করতে সক্ষম হয়েছি।’প্রসঙ্গত, গত ১৩ জুলাই চেক রিপাবলিকের ‘ক্লাডনো’ মেমোরিয়াল অ্যাথলেটিকস মিট-এ ২০০ মিটার শাখায় ২৩.৪৩ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে স্বর্ণপদক লাভ করেছিলেন তিনি। গতকালকে নিয়ে দু-সপ্তাহের মধ্যে অসম-কন্যা তথা ধিং এক্সপ্ৰেস হিমা দাস চার-চারটি স্বর্ণপদক অর্জন করে দেশ তথা অসমকে আরও গৌরবোজ্জ্বল করছেন।
এর আগে ২ জুলাই পোলেন্ডে অনুষ্ঠিত ‘পোজনান অ্যাথলেটিকস গ্ৰ্যান্ড প্রিক্স’-এ মহিলাদের দুশো মিটার শাখায় ২৩.৬৫ সেকেন্ডে চমকপ্ৰদ প্ৰদৰ্শন করে প্রথম স্বর্ণপদক অর্জন করেছিলেন হিমা দাস। এর পর ৭ জুলাই সেই পোল্যান্ডেই দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন তিনি। পোল্যান্ডে ‘কুটনো অ্যাথলেটিকস মিট’-এ মহিলাদের ২০০ মিটার শাখার প্ৰতিযোগিতায় হিমা ২৩.৯৭ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষ স্থান দখল করেছিলেন। আবার ১৩ জুলাই চেক রিপাবলিক-এর ক্লাডনো মেমোরিয়াল অ্যাথলেটিকস মিট-এ ২০০ মিটার শাখায় যথাক্রমে ২৩.৯৭ এবং ২৩.৪৩ সেকন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষ স্থান অধিকার করেছিলেন দুরন্তকন্যা।
উল্লেখ্য, মধ্য অসমের নগাঁও জেলার ধিং এলাকার প্রত্যন্ত কান্দুলিগাঁওয়ে হিমা দাসের বাড়ি। এক সাধরণ কৃষক পরিবারের মেয়ের অনবরত সাফল্যে অসমের ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি সর্বত্র আনন্দের ঢেউ উঠেছে। ইতিমধ্যে তাঁর চতুর্থ স্বর্ণপদক জয়ে হিমাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।