“কত অনুষ্ঠান, কত রেকর্ডিং বাতিল করেছি শুধু শচীনের ব্যাটিং দেখব বলে।” এবার ধোনিকে বাইশ গজে রেখে দিতে আবেগঘন টুইট কিংবদন্তি সঙ্গীত শিল্পীর
ভারতীয় ক্রিকেট দলের ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনিকে এখনই খেলা না ছাড়ার অনুরোধ জানালেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। বৃহস্পতিবার দুপুরে একটি টুইটে লতা লিখেছেন, “নমস্কার ধোনিজি। আজকাল আমি শুনছি আপনি নাকি অবসর নিতে চাইছেন। এ রকম ভাববেন না প্লিজ। দেশের জন্য আরও এপনার খেলা দরকার। আর আমিও অনুরোধ করছি, অবসরের ভাবনা প্লিজ মনেও আনবেন না!”
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান আউটটা হওয়ার পর শরীরটা যেন আর দিচ্ছিল না বলে মনে হয়েছিল। জল্পনা করা হয়েছিল, হয়তো জীবনের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে শেষ বারের মতো মাঠ ছাড়ছেন তিনি। চোখে জল। বুকে স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। সোজা হেঁটে যাচ্ছেন প্যাভেলিয়নের দিকে। আর তারপর থেকেই ক্রিকেট দুনিয়ার জল্পনা, এ বার কি তাহলে বাইশগজকে আলবিদা বলবেন মহেন্দ্র সিং ধোনি? এই খবর কানে যেতেই টুইট করে ক্যাপ্টেন কুলকে অনুরোধ করলেন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী।
এমনিতে লতার ক্রিকেট প্রেম সর্বজন বিদিত। তাঁর রাজ্যেরই ভূমিপুত্র শচীন তেণ্ডুলকরের কেরিয়ারে এমন অনেক ম্যাচ হয়েছে, মাস্টারব্লাস্টার সেঞ্চুরি করার পরের দিন নিজের বাড়িতে তাঁকে ডেকে প্রিয় পদ রান্না করে খাইয়েছেন। একাধিক সাক্ষাৎকারে লতা বলেছেন, “কত অনুষ্ঠান, কত রেকর্ডিং বাতিল করেছি শুধু শচীনের ব্যাটিং দেখব বলে।” এবার ধোনিকে বাইশ গজে রেখে দিতে আবেগঘন টুইট করলেন সুরসম্রাজ্ঞী।
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে, ২৩-এর বিশ্বকাপ পর্যন্ত না পারলেও, সামনের বার টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতেই পারেন ধোনি। যদিও অবসরের ব্যাপারে নিজে মুখে মাহি এখনও একটাও শব্দ উচ্চারণ করেননি। সবটাই জল্পনা। তা শুনেই টুইট করেছেন লতা। এখন দেখার কী সিদ্ধান্ত নেন ১১-র বিশ্বকাপজয়ী অধিনায়ক।