পেশিতে টান লাগায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার মার্কাস স্টোইনিস
ভারতের কাছে হারের ধাক্কা সামলে ওঠার আগেই খারাপ খবর অস্ট্রেলিয়া শিবিরে৷ পেশিতে টান লাগায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার মার্কাস স্টোইনিস৷
ওভালে ভারতের বিরুদ্ধে বোলিং করার সময় পেশিতে টান লাগে স্টোইনিসের৷ ক্রিকেটীয় পরিভাষায় এই ‘সাইড স্ট্রেন’এর রেশ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয়৷ তাই প্রাথমিকভাবে পাক ম্যাচ থেকে ছিটকে গেলেও কবে ম্যাচ ফিট হয়ে উঠবেন স্টোইনিস, তা বলা সম্ভব নয়৷ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাক-আপ অলরাউন্ডার হিসাবে মিচেল মার্শকে ইংল্যান্ডে পাঠাচ্ছে৷ যদিও স্টোইনিসের এখনই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনও খবর নেই৷
বুধবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের পর রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল।
এদিকে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন মিচেল মার্শ। শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে। তেমনটি হলে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী রবিবার ম্যাচের আগেই অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবেন এই অলরাউন্ডার। তবে একবার বদলি ঘোষণা করে দিলে পরবর্তীকালে আর স্টয়নিসকে স্কোয়াডে রাখতে পারবে না অস্ট্রেলিয়া।
আইসিসি’র নিয়ম অনুযায়ী একবার বিশ্বকাপের বাইরে চলে গেলে কোনও ক্রিকেটারের পক্ষে পুনরায় স্কোয়াডে ফেরা সম্ভব নয়৷ তাই ক্রিকেট অস্ট্রেলিয়া তাড়াহুড়ো না করে সময় নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে৷