প্রথম জাতীয় পাইথিয়ান  গেম সেপ্টেম্বরে  অনুষ্ঠিত হবে চন্ডিগড়ে , গঠিত কমিটি

< 1 - মিনিট |

বিআইএমএসটিইসি দেশগুলোর জন্য পাইথিয়ান গেম কাউন্সিল গঠনে উদ্যোগ আন্তর্জাতিক পাইথিয়ান কাউন্সিলের

KRC Times Desk

বিআইএমএসটিইসি দেশগুলোর জন্য পাইথিয়ান গেম কাউন্সিল গঠনে  উদ্যোগ আন্তর্জাতিক পাইথিয়ান কাউন্সিলের  বিআইএমএসটিইসি দেশগুলোয় এই খেলার প্রসার ও প্রচারের লক্ষ্যে আধুনিক পাইথিয়ান গেম-এর  প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিক ড. আবুল কালাম আজাদ’কে  বিআইএমএসটিইসি দেশগুলোর আধুনিক পাইথিয়ান গেমের  সভাপতি হিসেবে এবং উত্তর-পূর্ব  ভারতের বিশিষ্ট সাংবাদিক বিশ্বদীপ গুপ্ত’কে উত্তর পূর্বাঞ্চল  ও পশ্চিমঙ্গের সহ-সচিব(সমন্বয়) হিসেবে নিযুক্তি দিয়েছেন।

উল্লেখ্য, আধুনিক পাইথিয়ান গেমের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল জানিয়েছেন, আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর  জাতীয় স্তরের পাইথিয়ান গেম অনুষ্ঠিত হতে চলছে চন্ডিগড়ে । এর  জন্য নাম নথিভুক্ত হবে অনলাইনে (www.pythiangames.org)  ৫ জুন থেকে।  এই পাইথিয়ান গেম-এ দেখা যাবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। যেমন- নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন  শো, স্ট্যান্ড – আপ কমেডি প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে  থাকবে ক্যারাটে, গদাযুদ্ধ, মুইথাই, পাঞ্জাযুদ্ধ, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি। এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।

5E for Success | Apply For Internship

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *