প্রথম ভারতীয় হিসাবে সামার ইউনিভার্সিটি গেমসে সোনা জিতলেন দ্যুতি চাঁদ

< 1 - মিনিট |

প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে সোনা জেতার জন্য আমি অত্যন্ত খুশি৷ এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার বিশ্ববিদ্যালয় কেআইআইটি’কে এবং তার প্রতিষ্ঠাতা অধ্যাপক সাম্তজিকে

কে আর সি টাইমস ডেস্ক

প্রথম ভারতীয় হিসাবে সামার ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে সোনা জিতলেন দ্যুতি চাঁদ৷ ইতালির নাপলসে অনুষ্ঠিত এই গ্লোবাল ইভেন্টের ৩০তম সংস্করণে ১১.৩২ সেকেন্ড সময়ে রেস শেষ করে চ্যাম্পিয়ন হন ভারতীয় স্প্রিন্টার৷

দ্যুতির আগে কোনও ভারতীয় ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারের ফাইনালে পর্যন্ত উঠতে পারেননি৷ ১১.৫৮ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ওঠেন দ্যুতি৷ মঙ্গলবার সেমিফাইনালে ১১.৪১ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন এবং ফাইনালে যোগ্যতা অর্জন করেন তিনি৷ ১১.৩৩ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে দ্যুতির ইভেন্টে রুপো জেতেন সুইজারল্যান্ডের আজলা দেল পন্তে৷ দুবারের এশিয়া চ্যাম্পিয়ন ও ন্যাশনাল রেকর্ডধারী দ্যুতির মরশুমের সেরা সময় ১১.২৬ সেকেন্ড, যা তিনি চলতি বছরের এপ্রিলে দোহায় নথিভূক্ত করেন৷ ১০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা সময় হল ১১.২৪ সেকেন্ড৷

অতীতে ভারত এই প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিল ইন্দরজিৎ সিংয়ের হাত ধরে৷ ২০১৫ সালে শট পাটে সোনা জিতেছিলেন ইন্দরজিৎ৷ ২০১৩ ও ২০১৭ সালে ভারত একটি করে রুপো জিতেছিল৷

ইউনিভার্সিটি গেমসে ইতিহাস গড়ার পর দ্যুতি সোনার পদক উৎসর্গ করেছেন নিজের ইউনিভার্সিটি কেআইআইটি’কে৷ সঙ্গে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক অচ্যুত সামন্তজি, ওড়িশার মানুষ ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দ্যুতি৷ তিনি বলেন, ‘প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে সোনা জেতার জন্য আমি অত্যন্ত খুশি৷ এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার বিশ্ববিদ্যালয় কেআইআইটি’কে এবং তার প্রতিষ্ঠাতা অধ্যাপক সাম্তজিকে৷ খারাপ সময়ে উনি বরাবর আমার পাশে দাঁড়িয়েছেন৷ সঙ্গে ওড়িশা মানুষ ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও আমি এই পদক উৎসর্গ করছি৷ মুখ্যমন্ত্রী সর্বদা আমাকে যথাযোগ্য সহায়তা করেন৷’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news