দায়িত্ব ছাড়ার চার মাসের মাথায় ফের চিনের জাতীয় ফুটবল দলের দায়িত্ব ফিরলেন ইতলির বিশ্বকাপজয়ী কোচ মার্সেসো লিপ্পি
দায়িত্ব ছাড়ার চার মাসের মাথায় ফের চিনের জাতীয় ফুটবল দলের দায়িত্ব ফিরলেন ইতলির বিশ্বকাপজয়ী কোচ মার্সেসো লিপ্পি৷ গত জানুয়ারিতে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে চিন বিদায় নেওয়ার পরেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন লিপ্পি৷ চাপে পড়ে সেই লিপ্পিকেই দায়িত্ব ফেরাল চিনা ফুটবল সংস্থা৷
লিপ্পি পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ফ্যাবিও ক্যানাভারোকে জাতীয় ফুটবল দলের দায়িত্ব দিয়েছিল চিন৷ চিনা কাপের দু’টি ম্যাচে থাইল্যান্ড ও উজবেকিস্তানের কাছে হারের পরই টনক নড়ে চিনা ফুটবল ফেডারেশনের৷ তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের কথা মাথায় রেথে ৭১ বছর বয়সি লিপ্পিকে পুনরায় দায়িত্ব তুলে দেয়৷
নতুন করে দায়িত্ব নেওয়ার পর লিপ্পির কাজ হবে চিনকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়া৷ ২০০২ সালে চিন প্রথমবার বিশ্বকাপের টিকিট অর্জন করে৷ সেই একবার মাত্র বিশ্বকাপের আসরে দেখা যায় তাদের৷ ২০০৬ সালে ইতালিকে বিশ্বচ্যাম্পিয়ন করা লিপ্পি ২০১৬ সালে প্রথম দফায় চিনের দায়িত্ব নিলেও রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দিতে পারেননি৷ তবে চিন আশাবাদী লিপির কোচিংয়েই তারা কাতার বিশ্বকাপের টিকিট আদায় করে নিতে পারবে৷