বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

2 - মিনিট |

সদ‍্য ন‍্যাশনাল গেমস থেকে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই বাংলার সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করল আইএফএ

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

সদ‍্য ন‍্যাশনাল গেমস থেকে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই বাংলার সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করল আইএফএ। যা এটাই প্রত‍্যাশিত ছিল। কিন্তু প্রত‍্যাশিত থাকলেও অনেক টালবাহানার পর বিশ্বজিৎকে বাংলার কোচ করা হল।

শুক্রবার চারটের সময় সন্তোষ ট্রফির কোচ নির্বাচন নিয়ে আইএফএ-এর কোচেস কমিটির মিটিং ছিল। সেই মিটিং শুরু হল বিকেল সাড়ে চারটের সময়। আর সেই মিটিং শেষ হল সোয়া ছ’টা নাগাদ। সাধারণত সফল কোচকেই পরবর্তী টুর্নামেন্টের জন‍্য তাঁকেই কোচ করা হয় এটাই দস্তুর।

কিন্তু আইএফএতে এসবের কোনও মূল‍্য নেই। এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ না করলেই নয়, বাংলা শেষ বার যখন সন্তোষ ট্রফিতে চ‍্যাম্পিয়ন হয়েছিল কোচ মৃদুল ব‍্যানার্জির হাত ধরে। অথচ পরের বছর সেই সফল কোচ মৃদুলকে আর কোনও সুযোগই দেয়নি আইএফএ। সেই সময় এই প্রতিবেদককে দূঃখ করে কোচ মৃদুল বলেছিলেন,”আমি কোচিং করাবো কিনা তা জানতে চেয়ে আইএফএ থেকে একটা ফোন পযর্ন্ত করেনি। এই অপমান কি আমার প্রাপ‍্য ছিল?

Advertisement | InfoCom Solutions
Follow Us

শুক্রবার কোচেস কমিটির সভা। আইএফএ অফিসের কনফারেন্স রুমেএকই ঘটনা ঘটতে চলেছিল আইএফএ-এর নবাগত সচিব অনির্বান দত্তর জমানেতেও। যে কোচ এক মাস আগে সোনা এনে দিলেন তাঁকে বাদ দিয়ে সন্তোষ ট্রফির কোচ করার জন‍্য আইএফএরই কিছু কর্তা রঞ্জন ভট্টাচার্যের হয়ে সওয়াল করলেন। যে রঞ্জনের সেই অর্থে কোনও সাফল‍্যই নেই (গতবার সন্তোষে রানার্স হয়েছিল),যে রঞ্জন দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবের কোচ তাকেই কিনা ফের সন্তোষের কোচ করার জন‍্য সুপারিশ করে ফেললেন আইএফএ-এর কিছু অফিস বেয়ারার্সরা।

এদিন মিটিংয়ে কোচেস কমিটির সদস‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন অমিত ভদ্র, অশোক চন্দ, তপনজ‍্যোতি মিত্র, ঝন্টু দে, কুন্তলা ঘোষ দস্তিদার এবং অরুণ ঘোষ। সঙ্গে ছিলেন আইএফএ-এর অফিস বেয়ারার্সরা ওই মিটিংয়ে আইএফএ-এর কিছু কর্তা

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news