সদ্য ন্যাশনাল গেমস থেকে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই বাংলার সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করল আইএফএ
সদ্য ন্যাশনাল গেমস থেকে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই বাংলার সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করল আইএফএ। যা এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু প্রত্যাশিত থাকলেও অনেক টালবাহানার পর বিশ্বজিৎকে বাংলার কোচ করা হল।
শুক্রবার চারটের সময় সন্তোষ ট্রফির কোচ নির্বাচন নিয়ে আইএফএ-এর কোচেস কমিটির মিটিং ছিল। সেই মিটিং শুরু হল বিকেল সাড়ে চারটের সময়। আর সেই মিটিং শেষ হল সোয়া ছ’টা নাগাদ। সাধারণত সফল কোচকেই পরবর্তী টুর্নামেন্টের জন্য তাঁকেই কোচ করা হয় এটাই দস্তুর।
কিন্তু আইএফএতে এসবের কোনও মূল্য নেই। এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ না করলেই নয়, বাংলা শেষ বার যখন সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল কোচ মৃদুল ব্যানার্জির হাত ধরে। অথচ পরের বছর সেই সফল কোচ মৃদুলকে আর কোনও সুযোগই দেয়নি আইএফএ। সেই সময় এই প্রতিবেদককে দূঃখ করে কোচ মৃদুল বলেছিলেন,”আমি কোচিং করাবো কিনা তা জানতে চেয়ে আইএফএ থেকে একটা ফোন পযর্ন্ত করেনি। এই অপমান কি আমার প্রাপ্য ছিল?