ইন্দো ইন্টারন্যাশনাল প্রিমিয়র কবাডি লিগে খেলার সুযোগ পেলেন পশ্চিমবঙ্গের হলদিয়ার মেয়ে শম্পা বেরা৷
ইন্দো ইন্টারন্যাশনাল প্রিমিয়র কবাডি লিগে খেলার সুযোগ পেলেন পশ্চিমবঙ্গের হলদিয়ার মেয়ে শম্পা বেরা৷ নিউ কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার (এনকেএফ) উদ্যোগে ছেলেদের আটটি ও মেয়েদের চারটি দল নিয়ে সোমবার শুরু হচ্ছে আইআই পিকেএল ২০১৯। শম্পা টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলতে নামছেন৷
ছেলেদের যে ৮টি দল খেলায় অংশগ্রহন করবে সেগুলি হল ব্যাঙ্গালোর ফোনোজ, চেন্নাই চ্যালেঞ্জার্স, ডায়লার দিল্লি, হরিয়ানা হিরোজ, মুম্বই চার্জার্স, পণ্ডিচেরি প্রিডেটর্স, পুণে প্রাইড ও তেলেগু বুলস৷ ছেলেদের পাশাপাশি মেয়েদের যে চারটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা হল দিল্লি, পুণে, মহীশূর ও বেঙ্গালুরু৷
পুণে, মহীশূর ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলি। ফাইনাল পর্যন্ত মোট ৪৪ ম্যাচ খেলা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ই জুন। শম্পা ছাড়াও বাংলার থেকে লিগে সুযোগ পেয়েছেন সঙ্গীতা মণ্ডল ও সেখ মফি।
শম্পা বেরা হলদিয়ার গোবিন্দপুরের বাসিন্দা। কৃষক পরিবারের মেয়ের দ্রারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা। খামারে কাজ করার পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলো এক সঙ্গে চালিয়ে গিয়েছেন তিনি৷ ১০ বছর বয়স থেকে কবাডির প্রশিক্ষণ নিতে শুরু করেন শম্পা।
স্কুল ও কলেজ পর্যায়ে খেলতে নেমে একাধিক পুরস্কার জেতেন শম্পা। বাংলার হয়েও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে সাফল্য পেয়েছেন তিনি। ২০১৭ সালে ভারতীয় মহিলা কাবাডি দলের অধিনায়কের দায়িত্বও ওঠে শম্পার হাতে৷