বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া
বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া। দু’বছর আগে বিগ বেনের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফিরতে হয়েছিল। এবার সেই ভুল করতে নারাজ দল। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ৷ কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা৷ ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আরও কয়েকদিন পর৷ ৫ জুন সাউদাম্পটনের রোজ বোলে বিরাটদেরও প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷
বৃহস্পতিবার লন্ডন বিমানবন্দরে নেমে ফটোসেশনে অংশ নেয় ভারতীয় দল। সঙ্গে ছিলেন কোচ ও সাপোর্ট স্টাফেরা। সেখান থেকে টিম বাস বিরাটদের সরাসরি পৌঁছে দেয় হোটেলে। বুধবার ভোরে মুম্বই বিমানমন্দর থেকে লন্ডনের বিমান ধরেছিলেন কোহলিরা।
অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট৷ ১৯৯২-এর পর বিশ্বকাপের নতুন ফর্ম্যাটকে চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷ ১৯৯২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিরাটরা মাঠে নামে ১৬ জুন৷ ম্যাঞ্চেস্টার মহারণই বিশ্বকাপের ইউএসপি৷অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট৷ ১৯৯২-এর পর বিশ্বকাপের নতুন ফর্ম্যাটকে চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷