ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেট কলঙ্কিত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মদ্য পান করে কয়েকজন দর্শকের প্রচন্ড হাঙ্গামা । এই ঘটনায় মাঠে উপস্থিত ২ কর্মচারী আহত
ইংল্য়ান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন এজবাস্টনে করা হয়েছে। ম্যাচ চলাকালীন ক্রিকেট খেলাকে কলঙ্কিত করার মতো একটা ঘটনা সামনে উঠে এল। অতিমারির মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যথেষ্ট ঝুঁকি নিয়ে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু, আজ যা ঘটল, তা অত্যন্ত হতাশাজনক। আসলে, কয়েকজন দর্শক দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মদ্য পান করে প্রচন্ড হাঙ্গামা করলেন। এই ঘটনায় মাঠে উপস্থিত ২ কর্মচারী আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রখ্যাত সংবাদমাধ্যম জানিয়েছে যে স্টেডিয়ামের মধ্যে অনেকেই মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে ছিলেন। তাঁরা মাঝেমধ্যেই ঝামেলা করছিলেন। এদের মধ্যে আবার কয়েকজন স্টেডিয়ামের মধ্যে বিয়ারের বোতল নিয়ে প্রবেশ করেন। এই ঝামেলা চলাকালীন তাঁর এবং অন্য এক সহকর্মীর চোট লাগে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে ইতিপূর্বে ইংল্যান্ডের ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মাঝখানে একবার দেওয়া হলেও, করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ার কারণে স্টেডিয়ামের মধ্যে দর্শক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে গোটা স্টেডিয়ামে মাত্র ২৫ শতাংশ দর্শক প্রবেশেরই অনুমতি দেওয়া হয়েছিল। ঐ ম্যাচটা আয়োজিত হয়েছিল লর্ডসে।
তবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি এজবাস্টনে খেলা হচ্ছে। এখানে ৫০ শতাংশ (১৮ হাজার) দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও তাঁদের বয়স ১৬ বছরের উর্ধ্বে হতে হবে।