সপ্তম ম্যাচে মন্টেনেগ্রোকে সাত গোলে হারাল ইংল্যান্ড
ইউরোর মূলপর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। বৃহস্পতিবার সহস্রতম আন্তর্জাতিক ম্যাচ ছিল ইংল্যান্ডের। গ্রুপ-‘এ’র শীর্ষে থেকেই সপ্তম ম্যাচে মন্টেনেগ্রোকে সাত গোলে হারাল ইংল্যান্ড। সৌজন্যে অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিক। এছাড়াও গোলের খাতায় নাম তুললেন অক্সলেড চেম্বারলেন, মার্কাস র্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম। একটি গোল আত্মঘাতী। ওয়েম্বলিতে এদিন ম্যাচের ১১ মিনিটে গ্যারি সাউথগেটের দলের হয়ে গোলের লকগেট ওপেন করেন চেম্বারলেন। দু’বছরেরও বেশি সময় বাদে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেই বক্সের মধ্যে কোনাকুনি শটে বল জালে রাখেন লিভারপুল মিডফিল্ডার। তাঁর গোলের বলটি যদিও সাজিয়ে দিয়েছিলেন বেন চিলওয়েল। চেম্বারলেনের পর অধিনায়ক হ্যারি কেনকে দিয়ে জোড়া গোল করিয়ে এদিন নজির গড়লেন লেস্টার সিটি ডিফেন্ডার। ২০০৯ পর প্রথম ইংরেজ ফুটবলার হিসেবে একইম্যাচে তিনটি অ্যাসিস্ট করার নজির গড়েন চিলওয়েল। অন্য ম্যাচে পিছিয়ে পড়েও মলডোভার বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলের হয়ে গোলদুটি করেন রাফায়েল ভারানে ও অলিভিয়ের জিরু। ফ্রান্সের প্রথম গোল নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও ম্যাচ জিতে গ্রুপ-‘এইচ’ থেকে ইউরোর মূলপর্ব নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন।