মাদ্রিদে মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জয় নোভাক জকোভিচের

< 1 - মিনিট |

এবার রাফাকে ছুঁয়ে ফেললেন নোভাক জকোভিচ। রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে স্তেফানোস সিসিফাসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে জীবনের ৩৩তম মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতে রাফাল নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জোকার। 

কে আর সি টাইমস ডেস্ক

এবার রাফাকে ছুঁয়ে ফেললেন নোভাক জকোভিচ। রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে স্তেফানোস সিসিফাসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে জীবনের ৩৩তম মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতে রাফাল নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জোকার।

কেরিয়ারের তৃতীয় মাদ্রিদ ওপেন জয় করতে এদিনের ম্যাচে একছত্র আধিপত্য বিস্তার করেন জকোভিচ। মাত্র ২৪ ঘণ্টা আগে পাঁচ বারের মাদ্রিদ ওপেনজয়ী নাদালকে সেমিফাইনালে হারালেও সার্বিয়ান চ্যাম্পিয়নের সামনে বিফল হয় তরুণ সিসিফাসের যাবতীয় লড়াই। প্রতিটি সেটেই এদিন একটি করে সার্ভিস খুইয়েছেন সিসিফাস। নব্বই মিনিটের টেনিসযুদ্ধে প্রতিপক্ষকে আক্রমণ শানানোর কোনও সুযোগই দেননি জোকার।

রোমে নিজেদের ৩৪তম মাস্টার্স খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন নাদাল ও জকোভিচ। আগামী ২৬ মে থেকে রোলাঁ গারোয় শুরু হতে চলেছে টেনিসের আরও এক মহারণ। ফ্রেঞ্চ ওপেনের আগে তাই নিজেদের পরখ করাও দুই প্রতিদ্বন্দ্বীর কাছে জরুরি। আর ফ্রান্সে সাফল্য এলে জুন মাসেই চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়ে খেলবেন সার্বিয়ার টেনিস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news