ফের আই লিগ জয়ী ফুটবলার ধনচন্দ্র সিং ফিরতে চলেছেন মোহনবাগানে
ফের আই লিগ জয়ী ফুটবলার ধনচন্দ্র সিং ফিরতে চলেছেন মোহনবাগানে। সবুজ-মেরুনের একমাত্র আই লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপরেই আইএসএলে চেন্নাইয়িন এফসিতে চলে যান। সেখান থেকে বর্তমানে রয়েছেন জামশেদপুর এফসিতে।
আইএসএলের দলে খেললেও ধনচন্দ্রর মন এখনও পড়ে রয়েছে মোহনবাগানে। এই মণিপুরী সাইড ব্যাককে দলে নেওয়ার জন্য একটা সময় মাঠের বাইরেই শুরু হয়ে যায় ডার্বি। মধ্যরাত অবধি ইস্টবেঙ্গল তাঁবুতে তাঁকে আটকে রাখলেও সেখান থেকে ছিনিয়ে নিয়ে সই করায় মোহনবাগান। সবুজ-মেরুন জার্সির প্রতি ধনচন্দ্রর একটা দুর্বলতা রয়েই গিয়েছিল। তাই জামশেদপুরে খেলার সময়েই ঠিক করে ফেলেন তিনি আবার আই লিগেই ফিরবেন।
আইএসএলে খেলার জন্য এমনিতেই আই লিগে ভাল ভারতীয় ফুটবলারের অভাব। মোহনবাগান কর্তারা তাই খোঁজ রাখছেন আইএসএলের কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ফুটবলারকে লিয়েনে ছাড়তে পারে। অথবা কোন কোন ফুটবলার মোহনবাগানে খেলার জন্য আগ্রহী। সেই মতো ফ্র্যাঞ্চাইজি এবং ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রাখছেন মোহনবাগান কর্তারা। সেভাবেই ধনচন্দ্রর মোহনবাগানে ফেরা। তবে এখনও সবুজ-মেরুন চুক্তিপত্রে সই করেননি তিনি। কিন্তু কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এর সঙ্গে গত মরশুম থেকে গুরজিন্দরকেও রেখে দিচ্ছে মোহনবাগান। আর শিল্টন পালের পাশাপাশি ভাল একজন গোলকিপারের খোঁজ চালাচ্ছেন ক্লাব কর্তারা।