আগামী রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সরগরম ক্রিকেটবিশ্ব৷ বিশ্বক্রিকেটের মেগা ইভেন্টে এই ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি৷ ম্যাঞ্চেস্টার মহারণে বিশ্বরেকর্ডের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি
আগামী রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সরগরম ক্রিকেটবিশ্ব৷ বিশ্বক্রিকেটের মেগা ইভেন্টে এই ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি৷ ম্যাঞ্চেস্টার মহারণে বিশ্বরেকর্ডের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ মাত্র ৫৭ রান করলেই সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়বেন বিরাট৷
বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার হাতছানি কোহলির সামনে৷ বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বরেকর্ডের হাতছানি ছিল ভারত অধিনায়কের সামনে৷ কিন্তু বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোহলির রেকর্ডের সুযোগ হয়নি৷ কারণ এদিন ট্রেন্ট ব্রিজের বাইশ গজে মাঠে বল গড়ানো তো দূরঅস্ত, বৃষ্টির জন্য টস করাই সম্ভব হয়নি৷
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডের পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ব্যক্তিগত ৫৭ রানে পৌঁছলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে করবেন বিশ্বরেকর্ড৷ টপকে যাবেন ক্রিকেটঈশ্বর সচিনকে৷ সেক্ষেত্রে ২২২টি ইনিংসে ১১ হাজার ওয়ান ডে রানের মাইলস্টোন ছুঁবেন কোহলি৷ ভারতের মাত্র দুই ক্রিকেটার এখনও পর্যন্ত এই মাইলস্টোন ছুঁয়েছেন৷ সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ২৭৬টি একদিনের ইনিংসে ১১, ০০০ রানের গণ্ডি টপকেছেন সচিন৷ এখনও পর্যন্ত তিনিই বিশ্বের মধ্যে দ্রুততম৷ আর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান এই মাইলস্টোন ছুঁয়েছেন সৌরভ৷ ২৮৮টি ইনিংসে ১১ হাজার রানের গণ্ডি টপকেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ বিশ্বের মধ্যে তিন নম্বরে রয়েছেন সৌরভ৷ দ্বিতীয় স্থানে রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং৷ এই মাইলস্টোন ছুঁতে পন্টার নিয়েছেন ২৮৬টি ইনিংস৷
কোহলি এখনও পর্যন্ত ২২১টি ইনিংসে একদিনের ক্রিকেটে ১০, ৯৪৩ রান করেছেন৷ এর মধ্যে রয়েছে ৪১টি সেঞ্চুরি এবং ৫০টি হাফ-সেঞ্চুরি৷ একদিনের ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ স্কোর ১৮৩৷ আগের ম্যাচের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে বিরাটের ব্যাট খামোশ থাকলেও দ্বিতীয় ম্যাচেই অজিদের বিরুদ্ধে রানে ফেরেন ভারত অধিনায়ক৷