ভারত তৃতীয় টেস্টে জয় তুলে নেয় এক ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে
ভারত তৃতীয় টেস্টে জয় তুলে নেয় এক ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে। এর আগে পুণে টেস্টের এক ইনিংস ও ১৩৭ রানে জয় ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় টেস্ট জয়। তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে রোহিত শর্মা এবং অজিংক্যা রাহানে ভারতের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেন, বোলারদের মধ্যে শমি ও উমেশের বোলিংয়ে বিরোধীরা ঘুরে দাঁড়াতে পারেনি।
এই টেস্ট সিরিজ জয়ের পরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে রয়েছে। মঙ্গলবার, ম্যাচের চতুর্থ দিন, সফরকারী দল তাদের খেলাকে এগিয়ে নেওয়ার সময় মাত্র ১ রান যোগ করতে সক্ষম হয়েছিল যে শাহবাজ নাদিম দুটি দুর্দান্ত বলেই ডি ব্রায়ান এবং লুঙ্গি নাগিদির উইকেট নিয়েছিলেন। নাগিদি তার অ্যাকাউন্টও খুলতে পারেনি এবং ব্রায়ান সোমবার ব্যক্তিগত স্কোর কোনও বাড়তি ছাড়াই আউট হয়েছিলেন। মহম্মদ শামি ৩ উইকেট, উমেশ যাদব এবং নাদিমকে ২-২ উইকেট এবং জাদেজা-আশ্বিন ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ১-১ উইকেট নিয়েছিলেন।
উল্লেখ্য, রাঁচিতে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ৪৯৭ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৬২ রানে। পুণের মতোই রাঁচিতে বিরাট কোহলি ফলো-অন করতে বাধ্য করেন প্রোটিয়াদের। পুনরায় রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসও ধসে পড়ে অল্প রানে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি ভারতের বৃহত্তম টেস্ট জয়। এর আগে পুণে টেস্টের এক ইনিংস ও ১৩৭ রানে জয় ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় টেস্ট জয়। রাঁচিতে সেই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেয় টিম ইন্ডিয়া। রাঁচি টেস্টে জয়ের সুবাদে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকাকে।প্রোটিয়াদের এই প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে সিরিজ থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ ১২০ পয়েন্ট ঘরে তুলল বিরাট কোহলির। দু’টি সিরিজের পর আপাতত ভারতের ঝুলিতে রয়েছে সর্বাধিক ২৪০ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। ভারতই রয়েছে তালিকার শীর্ষে।
রাঁচিতে চতুর্থ দিনের প্রথম ওভারে বল হাতে নেন মহম্মদ শামি। অতিরিক্ত হিসেবে একটি লেগ-বাই সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন অভিষেককারী শাহবাজ নদিম। ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন ডি’ব্রুইনকে। উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহা অনবদ্য ক্যাচ ধরেন। তৃতীয় দিনের শেষ বেলায় আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলার উইকেটকিপার। চোট যে গুরুতর নয়, তা বোঝা যায় এদিন তিনি নতুন করে মাঠে নামায়। ওভারের শেষ বলে নদিম লুঙ্গি এনগিডির ফিরতি ক্যাচ তালুবন্দি করেন। কনকাশন পরিবর্ত হিসেবে ব্যাট করতে নেমে ডি’ব্রুইন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া অভিষেককারী জর্জ লিন্ডে ২৭ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন মহম্মদ শামি। ২টি করে উইকেট দখল করেন উমেশ যাদব ও শাহবাজ নদিম। ১টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। রাঁচিতে কেরিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে ৩টি শতরান করা রোহিতের হাতেই।