লিগে প্রথম জয়ের সন্ধানে কল্যাণীতে ট্রাউয়ের বিরুদ্ধে মোহনবাগান

< 1 - মিনিট |

আজ বুধবার কল্যাণীতে সবুজ-মেরুন শিবির ট্রাউকে হারিয়ে জেতার খাতা খুলবে বলে আশা করছেন অনুরাগীরা।

কে আর সি টাইমস ডেস্ক

নেরোকাকে হারিয়ে ম্যাচ জিতে খাতা খুলেছে ইস্টবেঙ্গল। এবার মোহনবাগানের পালা। আজ বুধবার কল্যাণীতে সবুজ-মেরুন শিবির ট্রাউকে হারিয়ে জেতার খাতা খুলবে বলে আশা করছেন অনুরাগীরা। তবে এদিনের ম্যাচ মোহনবাগান কোচ কিব ভিকুনার কাছে অ্যাসিড টেস্ট। আই লিগের প্রথম দু ম্যাচে বাগানের ঘরে মাত্র এক পয়েন্ট। পাঁচ মাস প্রস্তুতির পরও লিগের শুরুতেই বেকায়দায় সবুজ-মেরুন। এই অবস্থায় বুধবার লিগে নবাগত ট্রাউয়ের বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন বিগ্রেড। এমনিতে ঘরের মাঠে মণিপুরের দলটির বিরুদ্ধে সহজেই জেতা উচিত বেইটিয়াদের। কিন্তু চার্চিলের কাছে চার গোলে হারের পর সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না সাইরাসদের শরীরী ভাষায়। ট্রাউয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মানে হলুদ কার্ড দেখে থাকা ভিকুনার বিদায়ের পথ আরও প্রসস্থ হতে পারে। সেটা ভালমতোই জানেন স্প্যানিশ কোচ। সেটা মাথায় রেখেই ভিকুনা বলছেন বুধবার ম্যাচই সম্ভবত তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ হতে পারে। দলে খুব বেশি পরিবর্তনের রাস্তায় হাঁটছেন না স্প্যানিশ কোচ। তবে গোলকিপিং পজিসনে আগের ম্যাচে বাজে গোল হজম করা দেবজিতের জায়গায় আসতে পারেন শঙ্কর। ট্রাউ ম্যাচেও সম্ভবত পরেই আসবেন সালভা। নিজেদের বক্স আর বিপক্ষের বক্সে ভুল শোধরানোর উপরই নির্ভর করছে আই লিগে মোহনবাগানের প্রথম তিন পয়েন্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news