সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহমেডান

< 1 - মিনিট |

সিকিম হিমালয়ান এফসি-কে ২-১ গোলে হারিয়ে সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মহমেডান

কে আর সি টাইমস ডেস্ক

সিকিম হিমালয়ান এফসি-কে ২-১ গোলে হারিয়ে সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহমেডান। সেই সঙ্গে মরশুমের প্রথম ট্রফি জিতল সাদা-কালো ব্রিগেড। মঙ্গলবার পালজোড় স্টেডিয়ামের এই খেলায় ভারতের সম্ভাবনাময় তরুণ ফুটবলার লালিয়ানজুয়ালা ছাঙতের জোড়া গোলে বাজিমাত করল দীপেন্দু বিশ্বাসের দল।

মঙ্গলবার খারাপ আবহাওয়ার জন্য আধঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়। তবে পালজোড় স্টেডিয়ামে ফাইনালের এই ম্যাচের শুরুতেই ছাঙতের গোলে এগিয়ে যায় মহমেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্থানীয় দলটি। তবে ৭৫ মিনিটে মহমেডানের হয়ে ম্যাচে দ্বিতীয় গোলটিও করেন সেই ছাঙতে। শেষ পর্যন্ত ২-১ গোলে সিকিম হিমালয়ান এফসি-কে হারিয়ে সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহমেডান। টুর্নামেন্টের সেরা হয়েছেন ছাঙতে আর টুর্নামেন্টের সেরা গোলকিপার মহমেডানের প্রিয়ন্ত সিং।

এই জয়ের ফলে মহমেডান টিডি হিসাবে প্রথম ট্রফি জিতলেন দীপেন্দু বিশ্বাস। সেইসঙ্গে পালজোড় স্টেডিয়ামে স্থানীয় দল সিকিম হিমালয়ান এফসি-কে হারিয়ে ইতিহাস বদল করল মহামেডান। কারন পালজোড় স্টেডিয়ামে কখনও সিকিম হিমালয়ান এফসি-কে হারাতে পারেনি মহমেডান। মঙ্গলবার মাঠে নেমে সেটাই করে দেখালেন দীপেন্দু বিশ্বাসের ছেলেরা। বুধবার রাতে গ্যাংটক থেকে শহরে ফিরছে সিকিম গোল্ড কাপজয়ী মহমেডান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news