গত মঙ্গলবার সেমিফাইনালে ১১.৪১ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন এবং ফাইনালে ১১.৩২ সেকেন্ড সময়ে শেষ করে চ্যাম্পিয়ন হন। উল্লেখযোগ্য, দ্যুতির আগে কোনও ভারতীয় ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারের ফাইনালে পর্যন্ত উঠতে পারেননি
প্রথম ভারতীয় হিসাবে ইতালির ন্যাপলসে সামার ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে সোনা জিতে সোমবার দেশে ফিরলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। নয়াদিল্লিতে পৌঁছতেই তাঁকে সাদর অভ্যর্থনা ও অভিনন্দন জানান বিজেডি সাংসদ অচ্যূত সামন্ত।
ইতালির ন্যাপলসে অনুষ্ঠিত সামার ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে গত সোমবার হিটে ১১.৫৮ সেকেন্ড সময়ে সেমিফাইনালে ওঠেন দ্যুতি। তারপর গত মঙ্গলবার সেমিফাইনালে ১১.৪১ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন এবং ফাইনালে ১১.৩২ সেকেন্ড সময়ে শেষ করে চ্যাম্পিয়ন হন। উল্লেখযোগ্য, দ্যুতির আগে কোনও ভারতীয় ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারের ফাইনালে পর্যন্ত উঠতে পারেননি। অলিম্পিকের পর পৃথিবীর সব থেকে বড় মাল্টি-স্পোর্টস ইভেন্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়ন দ্যুতি চাঁদ।