সৌরভের তত্বাবধানে কলকাতায় নতুন ক্রিকেট স্টেডিয়াম

< 1 - মিনিট |

কলকাতায় ইডেন গার্ডেন্সের ধাঁচে আরও ১টা ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণে মূল পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কে আর সি টাইমস ডেস্ক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের  তত্বাবধানে কলকাতায় নতুন ক্রিকেট স্টেডিয়াম। মঙ্গলবার নবান্ন সুত্রে জানা গেছে, কলকাতার কাছেই তৈরি হবে ইডেন গার্ডেন্সের ধাঁচে আরও ১টা ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণে মূল পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

সোমবার বিকেলে হঠাৎই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নবান্নে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রীর ১৪ তলার ঘরে বৈঠকে সৌরভ ছাড়াও ছিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই স্টেডিয়াম নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারতেই নবান্নে হাজির হন মহারাজ। পরে সন্ধ্যা রাতে ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে হাওড়ার পদ্মপুকুরে ওই স্টেডিয়ামের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট জমি দেখে আসেন। নবান্নের তরফে খবর, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম। ৫০ একর জমিতে তৈরি হবে স্টেডিয়ামটি। বর্তমানে নগরোন্নয়ন দফতরের অধীনে রয়েছে এই জমি। স্টেডিয়ামের নকসা তৈরিতে প্রধান পরামর্শদাতার ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।  রাজ্যে বর্তমানে একটিই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সেটি হল ইডেন গার্ডেন্স । দেশের একাধিক রাজ্যে ৩টি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সেক্ষেত্রে এই স্টেডিয়াম তৈরি হলে ক্রিকেটের দ্বিতীয় ভেন্যু পাবে পশ্চিমবঙ্গ। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news