বিশ্বকাপে তিনটি শতরান করার নজির গড়লেন রোহিত
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে তিনটি শতরান করার নজির গড়লেন রোহিত শর্মা। সেইসঙ্গে একই বিশ্বকাপে শতরানের নিরিখে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজিরকেও ছুঁয়ে ফেললেন তিনি।
রবিবাসরীয় এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে রোহিত ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গড়া কীর্তিকে অচিরেই ছুঁয়ে ফেলেন। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে নামিবিয়ার বিরুদ্ধে ১টি এবং কেনিয়ার বিরুদ্ধে জোড়া শতরান এসেছিল মহারাজের ব্যাট থেকে। চলতি বিশ্বকাপেও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পূর্ণ করে প্রাক্তন অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় ওপেনার। পাশাপাশি দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা প্রাক্তন অস্ট্রেলীয় তারকা মার্ক ওয়া ও ম্যাথু হেডেনের সঙ্গেও নিজের নাম জুড়ে নিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া এই দুই প্রাক্তন অস্ট্রেলীয়র ঝুলিতেই ছিল এই অনন্য নজির রয়েছে। তবে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক শতরানের নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি তথা প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ঝুলিতে। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আসরে টানা ৪ ম্যাচে শতরানের নজির গড়েছিলেন সাঙ্গাকারা।