বার্সা জার্সিতে অভিষেক ম্যাচে নজর কাড়তে ব্যর্থ গ্রিজু
বার্সেলোনা ০ : ১ অ্যাথলেটিকো বিলবাও
মোহনবাগান-ইস্টবেঙ্গলের ছোঁয়া লেগেছে লা লিগাতেও। রিয়াল মাদ্রিদের পর লিগ অভিযান শুরুতেই হোঁচট খেল গতবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতলান ক্লাবটির ইতিহাসে এবারই প্রথমবার হার দিয়ে স্প্যানিশ লিগে অভিযান শুরু করল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ০-১ গোলে হেরে চলতি মরশুমে লা-লিগা অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চোটের কারণে মেসিকে ছাড়াই শনিবার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। আপফ্রন্টে সুয়ারেজও প্রথমার্ধে এদিন চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। লোনে একবছরের জন্য বায়ার্নে যোগ দিচ্ছেন, তাই একাদশে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহো। সারা ম্যাচে সেই অভাব পূরণ করতে ব্যর্থ দলের বাকি ফুটবলাররা। নতুন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে নিষ্প্রভই রইলেন অ্যান্টোয়েন গ্রিজম্যান। ১২০ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কাতালান ক্লাবে পাড়ি দিয়ে অভিষেক ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্সের ছাপ রাখতে ব্যর্থ ফরাসি স্ট্রাইকার। ম্যাচের অন্তিম মিনিটে হেডারে গোলের একটিমাত্র সুযোগ ছাড়া গোটা ম্যাচে গ্রিজুকে নিয়ে বাক্য খরচ করার মত কিছুই নেই।
সারা ম্যাচে বিপক্ষের রক্ষণ ভেদ করে জালে আর বল রাখা সম্ভব হয়নি বার্সেলোনার পক্ষে। উলটোদিকে ৮৮ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে কাজের কাজটি করে যান অভিজ্ঞ আরিৎজ আদুরিজ। পরিবর্ত হিসাবে মাঠে নামার পরের মিনিটেই আন্দের ক্যাপার ক্রস দুরন্ত ওভারহেড কিকে জালে জড়িয়ে দেন তিনি।