বৃহস্পতিবার বিডব্লিউএফর চ্যাম্পিয়নশিপ থেকে সাইনা নেহওয়াল বিদায় নিলেও সোনা জয়ের আশা জিইয়ে রেখেছেন সিন্ধু
শুক্রবার সেমিফাইনালে উঠে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন পিভি সিন্ধু৷ এদিন মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে বিশ্বের প্রাক্তন এক নম্বর চিনা তাইপের তাই জু ইং-কে হারিয়ে শেষ চারে পৌঁছালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷
প্রথম মহিলা শাটলার হিসেবে কেরিয়ারের প্রথম ছ’টি বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটিতেই অন্তত কোয়ার্টারের যোগ্যতা অর্জন করে বৃহস্পতিবার ইতিহাস গড়েছিলেন সিন্ধু। এদিন সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় শার্টলার৷ সেই সঙ্গে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পঞ্চম পদক নিশ্চিত করেন সিন্ধু৷ এদিন প্রথম গেমে পিছিয়ে থেকেও এশিয়ান গেমেস সোনা জয়ী তাই জু ইং-এর বিরুদ্ধে ম্যাচ জিতে নেন হায়দরাবাদি৷ শুরুটা ভালো না-হলেও শেষ দু’টি গেম জিতে সেমিফাইনালে জায়গা করেন নেন বিশ্বের পাঁচ নম্বর সিন্ধু৷ ভারতীয় শার্টলারের পক্ষে খেলার ফলাফল ১২-২১, ২৩-২১ ও ২১-১৯৷
শনিবার সেমিফাইনালে সিন্ধুর লড়াই চিনের চেন ফেই এবং ডেনমার্কের মিয়া বিচফ্লেটের বিজয়ীর সঙ্গে৷ বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ দু’টি সংস্করণে রুপো জিতেছেন সিন্ধু৷ তার আগে দু’টি ব্রোঞ্জ জয়ের নজির রয়েছে ভারতীয় তারকার৷ বৃহস্পতিবার সাইনা নেহওয়াল বিদায় নিলেও সোনা জয়ের আশা জিইয়ে রেখেছেন সিন্ধু৷