দিল্লির ফিরোজ শাহ কোটলার স্টেডিয়ামের নাম বদলে হতে চলেছে অরুন জেটলির নামে

< 1 - মিনিট |

১২ সেপ্টেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক বড় অনুষ্ঠানের মাধ্যমে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হবে অরুণ জেটলি স্টেডিয়াম। এই উপলক্ষ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী কিরন রিজিজু।

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লির ঐতিহ্যবাহী ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন হতে চলেছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই মাঠের নাম রাখা হবে অরুণ জেটলি স্টেডিয়াম। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাশাপাশি ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই সিদ্ধান্তের প্রসঙ্গে বলতে গিয়ে ডিডিসিএ-র প্রেসিডেন্ট রজত শর্মা জানিয়েছেন অরুণ জেটলির সমর্থন এবং অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহেরা , ঋষভ পন্থ সহ উঠে এসে ভারতকে গৌরম্বানিত করেছে।
উল্লেখ করা যেতে পারে ডিডিসিএ-র প্রেসিডেন্ট থাকাকালীন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের আধুনিকরণে উল্লেখজনক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য আধুনিক সাজঘর এবং দর্শকদের আসন সংখ্যা বাড়িয়ে ফিরোজ শাহ কোটলাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অরুণ জেটলি।


১২ সেপ্টেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক বড় অনুষ্ঠানের মাধ্যমে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হবে অরুণ জেটলি স্টেডিয়াম। এই উপলক্ষ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী কিরন রিজিজু।

উল্লেখ করা যেতে পারে ১৮৮৩ সালে তৈরি নির্মাণ করা হয়েছে ফিরোজ শাহ কোটলা। আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী থেকেছে এই স্টেডিয়াম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news