সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী মোহন – ইস্ট

< 1 - মিনিট |

বেইতিয়া ও সিলভা চামোরোকে নিয়েই বাজিমাত করতে চান কিবু।

কে আর সি টাইমস ডেস্ক

অপেক্ষা আর কয়েক ঘন্টার, যুবভারতীতে ডুরান্ড কাপের সেমিফাইনালে নামতে চলেছে কলকাতার ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল খেলবে গোকুলাম ও মোহনবাগান খেলবে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। যুবভারতীর ইতিহাসে এই প্রথমবার একই টিকিটে দর্শকরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল- এর ম্যাচ আলাদা আলাদা করে দেখতে পারবেন। দুটো সেমিফাইনালেই প্রবল লড়াই হবে বলে মনে করছেন দর্শকরা।
গোকুলাম ম্যাচের আগে খোশমেজাজে রয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ। যদিও প্রতিপক্ষ গোকুলামকে গুরুত্ব
দিচ্ছেন লাল-হলুদ কোচ। পাশাপাশি গোকুলামের স্প্যানিশ কোচ ভালেরা ও দলের স্ট্রাইকার মার্কাসকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
মঙ্গলবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনশীলনের পরে আলেজান্দ্রো বলেন, ’মার্কাসের জন্য আমার পরিকল্পনা তৈরি। তবে একজন
ফুটবলার কখনই সবকিছু বলতে দিতে পারেনা। আমরা গোকুলামকে সমীহ করছি। ’
সেমিফাইনালে দুই স্প্যানিশ কোচের লড়াই প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন, ’আমি ওসব নিয়ে ভাবতে চাইছি না। নিজের দল নিয়ে
ফোকাস করছি। দলের জয় ছাড়া আর কিছুই ভাবছি না। ’
আর দুটো ম্যাচ জিতলেই ভারতে প্রথম ট্রফি জিতবেন। যদিও সেটা নিয়ে ভাবছেন না। আলেজান্দ্রো বলেন, ’ ট্রফি জিততে চাই।
তবে না জিতলে জীবন থেকে থেমে থাকবে না। ’
এদিকে, কাশ্মীর বধের জন্য তৈরি মোহনবাগানও। বেইতিয়া ও সিলভা চামোরোকে নিয়েই বাজিমাত করতে চান কিবু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news