ইস্টবেঙ্গল-কোয়েস মধুচিন্দ্রমা শেষের ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা

< 1 - মিনিট |

নতুন ক্লাবটি কি মোহনবাগান হতে চলেছে, সে সম্পর্কে সরাসরি কিছু জানাননি কোয়েস কর্তা

কে আর সি টাইমস ডেস্ক

শতবর্ষ উদযাপনের শুরুর দিনই বোঝা গিয়েছিল ইস্টবেঙ্গল-কোয়েস মধুচন্দ্রিমা শেষ হওয়ার পথে। রবিবাসরীয সকালে লাল-হলুদের পদযাত্রা বুঝিয়ে দিয়েছিল, সম্পর্কের তাল কেটে গিয়েছে, এখন কেবলমাত্র সরকারি ভাবে ঘোষণার অপেক্ষা। আসলে সেদিন ইস্টবেঙ্গল জার্সিতে স্পন্সরের নাম হিসাবে কোয়েসের অনুপস্থিতি আর প্রাক্তন স্পনসর কিংফিশার-এর উপস্থিতি। ইস্টবেঙ্গলের পদযাত্রার পর একদিন কাটার আগেই মশাল বাহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলে কোয়েস কর্তা অজিত আইজ্যাক রীতিমতো বিরক্তি প্রকাশ করেই বলেছেন, ‘এই কর্মকর্তাদের সঙ্গে কাজ করা যায় না।’ যদিও লাল-হলুদ কর্তাদের বক্তব্য, এমন কিছু তাঁরা জানেনই না। কোয়েসের সম্পর্ক ছেদের বিষয়ে কোনও তথ্য নেই ক্লাবের কাছে। লাল-হলুদ শীর্ষ কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘কোয়েস যে চলে যাচ্ছে এমন কিছু জানি না। ওরা ক্লাবকে এমন কিছুই বলেনি। কেউ কাউকে ব্যক্তিগত ভাবে কী বলল জানি না। তবে ক্লাবের কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই।’

তবে আইজ্যাক অবশ্য বলেছেন, ‘১ লা আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। ক্লাবের অনুষ্ঠানে কোনও রকম বিঘ্ন ঘটাতে চাই না। অনুষ্ঠানের পরে আমরা সরকারী ঘোষণা করে দেব। ইতিমধ্যে তার নোটিশও পাঠিয়ে দিয়েছি।’ পাশপাশি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা যে এখনও অটুট রয়েছে, সেটিও জানিয়েছেন কোয়েস কর্তা। অজিত আইজ্যাক বলেছেন, ‘ক্লাবের ঐতিহ্যকে সম্মান করি। সমর্থকদের ভালোবাসি। গত মরশুমে ২০ কোটি টাকা খরচ করেছি। কিন্তু এই ভাবে চলতে পারে না। আমি প্রচণ্ড হতাশ গোটা ঘটনায়। আমরা ক্লাবকে সাহায্য করতে এসেছিলাম। যুদ্ধ করতে নয়।’ পাশপাশি কোয়েসের এই শীর্ষ কর্তা জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠান ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চায়। সেই লক্ষে সম্ভবত নতুন কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হবে কোয়েস। আইজ্যাক এই প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যে ক্লাবের সঙ্গেই যুক্ত হতে যাই না কেন, সেই ক্লাবের পরিবেশ মনোরম হতে হবে।’

এদিকে, ইস্টবেঙ্গল-কোয়েস গাঁটছাড়া ভেঙে যাওয়ার খবর যখন প্রতিবেশী ক্লাবে পৌঁছায় সেখানে তখন তুমুল ব্যস্ততা মোহনবাগান দিবস পালন নিয়ে। ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সমর্থকরা তো বটেই গোটা সবুজ-মেরুন সমর্থককূল গুঞ্জন শুরু করে দেয়, এবার কি তবে মেরিনার্স জার্সিতে কোয়েসের লোগো বসবে? নতুন ক্লাবটি কি মোহনবাগান হতে চলেছে, সে সম্পর্কে অবশ্য সরাসরি কিছু জানাননি কোয়েস কর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news