অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছে সোনার মেয়ে হিমা

2 - মিনিট |

‘ধিং এক্সপ্রেস’ হিমা দাসকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসম-অরুণাচল প্রদেশ-ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাস্টারব্লাস্টার শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, দেশের কিংবদন্তি অ্যাথেলিট পি টি উষা, সুপারস্টার অমিতাভ বচ্চন, মোহময়ী অভিনেত্ৰী অনুষ্কা শৰ্মা-সহ একাধারে দেশের তারকা-মহাতারকারা সকলেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

কে আর সি টাইমস ডেস্ক

  দুরন্ত কৃষক কন্যার ইউরোপিয়ান সার্কিটে পরপর পাঁচটি  সোনা জয়ের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত   গোটা ভারতবর্ষ। ইতিমধ্যেই দেশের নয়ন মনি হয়ে ওঠার পাশাপাশি দেশের ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথেলিটদের  প্রেরণার কেন্দ্রবিন্দুও তিনিই । আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় একের পর এক স্বর্ণজয়ের ধারা অব্যাহত রাখায় ‘ধিং এক্সপ্রেস’ হিমা দাসকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসম-অরুণাচল প্রদেশ-ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাস্টারব্লাস্টার শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, দেশের কিংবদন্তি অ্যাথেলিট পি টি উষা, সুপারস্টার অমিতাভ বচ্চন, মোহময়ী অভিনেত্ৰী অনুষ্কা শৰ্মা-সহ একাধারে দেশের তারকা-মহাতারকারা সকলেই  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকালই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  টুইটারযোগে অসমিয়া ভাষায় তাঁকে অভিনন্দন জনান। টুইটারের মাধ্যমে নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০২০ সালের অলিম্পিকে ভারতের জন্য বিজয়বাৰ্তা কেড়ে আনার কামনা করেছেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, দুই সপ্তাহে পাঁচটি স্বৰ্ণপদক! হিমা দাস, এটা সত্যিই দুৰ্দান্ত প্ৰদৰ্শন। তুমি এভাবেই দুরন্ত গতিতে এগিয়ে যাও এবং উজ্জ্বল হোক তোমার ভবিষ্যত। তোমার এই সাফল্য ২০২০ সালের অলিম্পিকে ভারতের জন্য বিজয়বাৰ্তা কেড়ে আনুক, তা-ই কামনা করছি…।

পরে হিমা দাসও টুইটারের মাধ্যমে অসমিয়া ভাযায় অভিনন্দন জানানোয় রাষ্ট্ৰপতিকে ধন্যবাদসূচক মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ও আজ তাঁর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, হিমা, তুমি ভারতের গর্ব। টু দ্যা মুন বিওন্ড…ইনডিড বাট উই নিড টু অ্যাড অ্যানাদার মুন ফর শি হ্যাজ ডান ফাইভ নাও, অ্যামেজিং !!

একইভাবে ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও হিমাকে অভিনন্দন এবং অগামী দিনের শুভেচ্ছা জানান। টুইটে তিনি লিখেছেন, ফেনমেনন অ্যাচিভমেন্ট বাই আওয়ার গোল্ডেন গার্ল হিমা। ইউ আর সার্টেনলি মেকিং আস প্রাউড। হ্যাটস অফ টু ইউর স্পিরিট। উইশ ইউ কনটিনিউড সাকসেস।

বলিউডের মোহময়ী অভিনেত্ৰী অনুষ্কা শৰ্মা হিমাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ৫ গোল্ড মেডেলস, ১ গার্ল! ইউ আর অ্যান একজামপ্লারি একজাম্পল অফ সলিড গার্ল অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড অ্যা হিউজ ইনস্পিরেশন টু ইয়ং গার্লস। এর জবাবে অনুষ্কাকে হিমা লিখেছেন, থ্যাংক ইউ অ্যান্ড আই অ্যাম অ্যা বিগ টাইম ফ্যান অব ইউ।

ভারতীয় ক্ৰিকেট দলের উইকেট কিপার ঋষভ পন্তও দৌড়ের রানি হিমাকে ‘ভারতের সোনার মেয়ে’ ও ‘বস’ বলে সম্বোধন করে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি আরও লিখেছেন, ইউ আর অ্যান অ্যবসলিউট ইনস্পিরেশন।

ভারতীয় ক্ৰিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর হিমা দাসকে ফোন করে শুভেচ্ছা জানানো পাশাপাশি টুইটারের মাধ্যমেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, হিমার মধ্যে জয়ের খিদে রয়েছে, তা দেশের যুব সমাজের কাছে দৃষ্টান্ত।

শচীনের শুভেচ্ছাবার্তার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন হিমা লিখেছেন, দেশে ফিরেই মাস্টার ব্লাস্টারের কাছে আশীর্বাদ নিতে যাবেন তিনি।

গতকালই প্রধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী সোনার মেয়ে হিমাকে তাঁর সাফল্যের জন্য অভিনন্দনবার্তার সঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী লিখেছেন, গত কয়েকদিনে অ্যাথলিট হিমা দাসের অর্জিত সাফল্যে ভারত গর্বিত। হিমা যেভাবে আলাদা টুর্নামেন্ট থেকে পাঁচটি সোনা আদায় করেছেন তা অসাধারণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার জবাব দিয়েছেন হিমা দাস। বলেছেন, কঠিন পরিশ্রম করে আগামী দিনে দেশকে আরও মেডেল এনে দেবো।

এছাড়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু, ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লবকুমার দেব, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, সর্বভারতীয় কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়াঙ্কা গান্ধী-সহ অসংখ্য ভারতীয় নেটিজেনরা এত বড় সাফল্যের জন্য হিমা দাসকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news