সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার-সহ প্রাক্তন ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে: সৌরভ

< 1 - মিনিট |

সমারোহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই দলের প্রাক্তন অধিনায়ক-সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা ইডেন গার্ডেনসে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখার জন্য দেশের বহু প্রাক্তন ক্রিকেটার উপস্থিত থাকবেন। এদের মধ্যে সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার সহ আরও বেশ কয়েকজন উপস্থিত থাকবেন বলে বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এদিন তিনি জানান, ভারতের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত গোলাপি বলে শুরু হওয়া টেস্ট ম্যাচ দেখতে শচীন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতন প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা উপস্থিত থাকবেন বলেও তিনি জানিয়েছেন। ক্রিকেটের দুনিয়া ছাড়াও সিনেমা জগতের বহু তারকা ইডেনে উপস্থিত হতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য স্টেডিয়ামের চারপাশ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ওইদিন একটি সঙ্গীতানুষ্ঠান হবে এবং দিনের শেষে সম্মান সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই দল, প্রাক্তন অধিনায়ক-সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। এই সময় বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা এবং কলকাতার জিৎ গাঙ্গুলি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন বলেও গাঙ্গুলি জানান। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া সিরিজে দিনরাত্রি টেস্টের বহে কিনা, সে বিষয়ে এদিন বিসিসিআই সভাপতি সাফ বলেন, এটি পরে দেখা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news