মাত্র এই ১০৭ রানের টার্গেট তুলতেই হিমশিম খেতে হয় বাংলাদেশকে
ফের ভারতের কাছে হারতে হল বাংলাদেশকে। এবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে মাত্র পাঁচ রানের ব্যবধানে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয় বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল। আর সেখানেই রীতিমতো নাকানিচোবানি খেতে হয় বাংলাদেশকে।
এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১০৬ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৩৩ ওভারেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। তবে এদিন দায়িত্ব নিয়ে বাংলাদেশ কে শেষ করে দেন দেশের তরুণ তুর্কি ১৮ বছরের অথর্ব অঙ্কোলেকর। আট ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন অঙ্কোলেকর।
শুধু তিনিই নন। আকাশ সিং নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও ভি পাটিল এবং এসএস মিশ্রা দুজনে একটি করে উইকেট তুলে নেন। মাত্র এই ১০৭ রানের টার্গেট তুলতেই হিমশিম খেতে হয় বাংলাদেশকে। টাইগারদের অধিনায়ক আকবর আলি মাত্র ২৩ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ২১ রান। অন্যদিকে ভারতের হয়ে এই ১০৬ রান করতে সাহায্য করেছেন অধিনায়ক ধ্রুব জুরেল (৩৩) এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যান করণ লাল (৩৭)।
এদিন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জয়ের মধ্য দিয়ে একটি ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এই নিয়ে সপ্তম বার ভারতে এলে এই এশিয়া কাপ।