চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬ ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে যায় তারা৷ এপ্রিলে ২ ধাপ উঠে ১০১’এ পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল৷ পুনরায় পর পর দু’টি ক্রমতালিকায় পিছনে হাঁটতে হল ছেত্রীদের
ফিফা ব়্যাঙ্কিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ভারতীয় ফুটবল দল৷ ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যর্থতার জেরে ফিফা ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হয়েছিল ভারতকে৷ এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলাকালীন আরও একবার বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল সুনীল ছেত্রীরা৷
গত জুলাইয়ে প্রকাশির ফিফার ক্রমতালিকায় ভারত ছিল ১০৩ নম্বরে৷ সাম্প্রতিক প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকায় ১ ধাপ পিছিয়ে ভারত চলে গিয়েছে ১০৪ নম্বরে৷ বিশ্বব়্যাঙ্কিংয়ের ৯৭ নম্বরে থেকে গত বছর শেষ করেছিল ভারত৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬ ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে যায় তারা৷ এপ্রিলে ২ ধাপ উঠে ১০১’এ পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল৷ পুনরায় পর পর দু’টি ক্রমতালিকায় পিছনে হাঁটতে হল ছেত্রীদের৷
ইন্টারকন্টিনেন্টাল কাপে পর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ২টি ম্যাচ খেলেছে ভারত৷ ওমানের কাছে ২-১ গোলে হেরেছে ভারত৷ পরে সুনীল ছেত্রীকে ছাড়াই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তারা৷ কাতার তাদের ৬২ নম্বর স্থান ধরে রাখলেও ওমান তিন ধাপ উঠে ৮৪ নম্বরে চলে এসেছে৷ কাতারের কাছে ০-৬ গোলে হেরেও বাংলাদেশকে ১-০ গোলে হারানোর সুবাদে আফগানিস্তান ৩ ধাপ উঠে ১৪৬ নম্বরে চলে এসেছে৷
ফিফার সদ্য প্রকাশিত ক্রমতালিকায় বেলজিয়াম ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে৷ ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স৷ পর্তুগাল ১ ধাপ উঠে পাঁচে চলে এসেছে৷ ২ ধাপ উন্নতি করে স্পেন উঠে এসেছে ৭ নম্বরে৷ উরুগুয়ে (৬), ক্রোয়েশিয়া (৮) ও কলম্বিয়া (৯) এক ধাপ করে নেমে গিয়েছে৷