চ্যাম্পিয়ন গোকুলাম, পারল না মোহনবাগান

< 1 - মিনিট |

বাগানের স্বপ্ন ভঙ্গ, ডুরান্ড গোকুলামের
মোহনবাগান- ১ গোকুলাম- ২
(চামোরো) (মার্কাস-২ (পেনাল্টি-১)

কে আর সি টাইমস ডেস্ক

ডুরান্ড চ্যম্পিয়ন হতে পারল না মোহনবাগান। কিবুর দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল গোকুলাম। এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল মোহনবাগান। বিশেষ করে একবারের জন্যও কিলার ইনস্ট্রিং মনোভাব পাওয়া যায়নি কিবুর দলের। বাগানের রক্ষণ ছিল নড়বড়ে। আক্রমণেও ঝাঁঝ ছিল না। একমাত্র বেইতিয়া ছাড়া সেভাবে কেউ নজর কাড়তে পারেননি। প্রথমার্ধের শেষপর্বে তাল কাটে বাগানের।

মার্কাস থেকে বল পান হেনরি। সেই বল বাঁচাতে গিয়ে ফাউল করেন দেবজিৎ। রেফারি মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি দেয়। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন মার্কাস। বিরতির সময় এক গোলে এগিয়ে ছিল গোকুলাম।

ম্যাচের ৫১ মিনিটে গোকুলামের জোসেফ মার্কাস গোল করে ব্যবধান বাড়ান। এই গোলের পরে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় গোকুলাম।
ম্যাচের ৬৫ মিনিটে বেইতিয়ার ফ্রি-কিক থেকে চামোরো গোল করে সবুজ-মেরুনের পক্ষে ব্যবধান কমান। কিন্তু তার পরেও সমতা ফেরাতে পারেনি বাগান।
অন্তিম পর্বে গোলের সমতা ফেরানোর শেষ সুযোগ পেয়েছিল বাগান। শেষ পর্যন্ত ম্যাচটি হেরেই মাঠ ছাড়ে কিবুর ছেলেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news