টি২০ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয়
টি২০ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয়। টেস্টের সিরিজের প্রথমদিনই ভারত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল। ওয়েলিংটনে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দুই ওপেনার এবারও ব্যর্থ। একদিনের সিরিজের পর মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে পৃথ্বী শ–কে টেস্টেও ওপেন করতে পাঠানো হয়েছিল। কিন্তু পৃথ্বী ফিরে যান ১৬ রান করে। মায়াঙ্ক ভাল শুরু করেও থেমে যান ৩৪ রানে। ব্যাট হাতে লাগাতার ব্যর্থতা জারি রেখে এরপর মাত্র ২ রানে প্যাভিলিয়নমুখো হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ১১ রান করলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে উঠে আসবেন ২ নম্বরে। এমতাবস্থায় সপ্তম বলেই ইনিংসে দাঁড়ি পরে কোহলির। স্লিপে টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সংক্ষিপ্ত ফর্ম্যাটে সাড়া জাগিয়ে শুরু করার পর লম্বা ফর্ম্যাটেও অভিষেকটা স্মরণীয় রাখলেন জেমিসন।
প্রথম সেশনে ৩ উইকেট খুঁইয়ে ভারতের সংগ্রহ ৭৯ রান। ক্রিজে ২৯ রানে অপরাজিত ময়াঙ্ক আগরওয়াল। সঙ্গী সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে অপরাজিত ১৯ রানে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বেসিন রিজার্ভের গ্রিণ টপ উইকেটে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার লোভ সামলাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়ান-ডে সিরিজে ০-৩ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর কোহলির ভারত। সেই লক্ষ্যে প্রথম একাদশে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্তকে রেখেই বেসিন রিজার্ভে মাঠে নামে ভারতীয় দল।
নয়া ওপেনিং কম্বনেশন নিয়ে মাঠে নামা একপ্রকার নিশ্চিত ছিল ভারতের। সেইমতো শুভমান গিলকে সরিয়ে ময়াঙ্কের সঙ্গে ওয়েলিংটনে ওপেনে ব্যাট হাতে নামেন পৃথ্বী শ। মিডল অর্ডার ছিল মোটামুটি প্রত্যাশিতই। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে দিনকয়েক আগে দলের সঙ্গে যোগ দেওয়া ইশান্ত শর্মাকে রেখেই পেস বিভাগ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।