মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের যোগ্যতা লাভ অসম-সন্তান লাভলিনার

< 1 - মিনিট |

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও ৬৯ কিলোগ্ৰাম শাখায় প্ৰতিদ্বন্দ্বিতা করবেন লাভলিনা।লাভনিনা ছাড়াও ভারতের আরেক তারকা বক্সার উত্তরপূর্বে গৌরব ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরিকমও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অৰ্জন করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

আসন্ন মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের যোগ্যতা লাভ করতে সক্ষম হয়েছেন তারকা মহিলা বক্সার অসম-সন্তান লাভলিনা বড়গোঁহাই। প্রথমসারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে রাশিয়ায়। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।রাশিয়ার কাসপিস্কে সদ্যসমাপ্ত ‘মাগোথেড সালাম উমাগানোভ মেমোরিয়াল আন্তর্জাতিক বক্সিং প্ৰতিযোগিতা’য় তাঁর দুর্দান্ত প্ৰদৰ্শনের ভিত্তিতে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া অসমের খেলোয়াড় ২১ বছর বয়সি লাভলিনাকে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের জন্য নিৰ্বাচিত করেছে।

মাগোথেড সালাম উমাগানোভ মেমোরিয়াল আন্তর্জাতিক বক্সিঙে লাভলিনা বড়গোহাঁই ৬৯ কিলোগ্ৰাম শাখার ফাইনালে স্বৰ্ণপদক লাভ করেছিলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও ৬৯ কিলোগ্ৰাম শাখায় প্ৰতিদ্বন্দ্বিতা করবেন লাভলিনা।লাভনিনা ছাড়াও ভারতের আরেক তারকা বক্সার উত্তরপূর্বে গৌরব ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরিকমও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অৰ্জন করেছেন। মেরিকম ওই প্ৰতিযোগিতায় ৫১ কিলোগ্ৰাম শাখায় প্ৰতিদ্বন্দ্বিতা করবেন। ৩৬ বছর বয়সি মেরিকম ২০১৯ সালে ইন্ডিয়ান ওপেন এবং ইন্দোনেশিয়ায় স্বৰ্ণপদক অর্জন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news