জম্মু-কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ হওয়ার পর নতুন ইউনিয়ন টেরিটোরি হিসাবে আত্মপ্রকাশ করা লাদাখে সেনার পোশাকে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করেন মাহি
দায়িত্ব সহকারে দেশের সীমান্ত পাহাড়া দেওয়ার পর এবার ঘরের ছেল ঘরে ফিরছেন। ফের হয়তো বাইশ গজের দুনিয়াতেই মনোনিবেশ করবেন এমএসডি। টেরিটোরিয়াল আর্মির সঙ্গে সীমান্তরক্ষার কাজের মেয়াদ শেষ করে শনিবার নয়াদিল্লির বিমান ধরার আগে তিনি পা রাখেন লেহ বিমানবন্দরে।
একদিনের বিশ্বকাপের পর সেনার কাছে সীমান্তরক্ষী হিসাবে দেশসেবা করতে চেয়ে ইচ্ছেপ্রকাশ করেছিলেন মাহি। ধোনির ইচ্ছেকে যথাযোগ্য সম্মান জানিয়ে প্রাক্তন অধিনায়ককে টেরিটোরিয়াল আর্মির ১০৬ টিএ প্যারা ব্যাটেলিয়ন হিসাবে জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণের বন্দোবস্ত করে দেয় ভারতীয় সেনাবাহিনী। উপত্যকায় দু’সপ্তাহ প্রশিক্ষণের শেষে এবার ঘরে ফিরছেন মাহি।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ হওয়ার পর নতুন ইউনিয়ন টেরিটোরি হিসাবে আত্মপ্রকাশ করা লাদাখে সেনার পোশাকে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করেন দেশকে দু ‘টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক।
দু ‘দিন আগে (১৫ আগস্ট) ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করেন এমএসডি। অধিনায়ক। পতাকা তুলে স্বাধীনতা দিবস সেলিব্রশনের আগে লাদাখের আর্মি হাসপাতালে যান ধোনি। সেখানে ভর্তি জওয়ান ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ৩১ জুলাই টেরিটরিয়াল আর্মির একজন সক্রিয় সদস্য হিসাবে প্রশিক্ষণে যোগদান করেছিলেন মাহি। যোগ দিয়েই সেনা পোশাকে ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা গিয়েছিল কর্নেল (সাম্মানিক) ধোনিকে। পাশাপাশি সেনার পোশাকে ভলিবল খেলে ইউনিটের বাকি সদস্যদের উদ্দীপ্ত করেছিলেন মাহি।
২০১১ দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় টেরিটোরিয়াল আর্মির তরফে ধোনিকে কর্নেল (সাম্মানিক) পদ প্রদান করা হয়। বছর চারেক পর ২০১৫ আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন মাহি। একই সঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বজয়ী অধিনায়ক।