কুড়ি-বিশের বিশ্বকাপকে মাথায় রেখে মাহির অবসর চাইছে না স্বয়ং টিম ম্যানেজমেন্টই
মাহিকে নিয়ে তৌরি বায়োপিকের নাটকীয়তাও হার মেনেছে মহেন্দ্র সিং ধোনির বাস্তব জীবনের কাছে। এমএসডির বাইশ গজের কেরিয়ার মোটামুটি শেষ লগ্নেই চলে এসেছে। ৩৮ বছর বয়স হয়ে যাওয়ায় ধোনি নিজেও জানেন, আর বেশি দিন তাঁর পক্ষে টিম ইন্ডিয়ার সদস্যপদ ধরে রাখা সম্ভব নয়। কিন্তু ২০১৯ বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হতেই দেশকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া অধিনায়ককে যে পরিমাণে আলোচনা হচ্ছে বা দিন দিন যে ভাবে নিত্যনতুন নাটক জন্ম নিচ্ছে, ততটা তাঁর সুপারডুপার হিট বায়োপিকেও ছিল কি না সন্দেহ! একবার শোনা গেল, ভারতকে দু-টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক চাইছেন ২০২০ কুড়ি-বিশের বিশ্বকাপ খেলেই গ্লাভস জোড়া তুলে রাখতে চাইছেন এই খবরের রেশ মিলিয়ে যাওয়ার আগেই সামনে এল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁকে বাদ রেখেই দল নির্বাচনের অনুরোধ করেছেন ধোনি।আগামী দু’মাস ক্রিকেট থেকে ছুটি নিয়ে তিনি সেনাবাহিনীতে ট্রেনিং নেবেন বলে সে সময় জানিয়েছিলেন ক্রিকেটবিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার।
মাহিকে বাদ রেখেই ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা করে এমএসকে প্রসাদ অ্যান্ড কোং। সেই সঙ্গে গুঞ্জন শুরু হয়ে যায়- বোর্ডের মনোভাব অনুযায়ী বিসিসিআই নির্বাচকরা ধোনির বিকল্প তৈরির দিকে জোর দিয়ে তাঁকে বার্তা দিতে চাইছেন- এবার সময় হয়েছে, অবসর ঘোষণাটা নিজেই করে ফেলুক মাহি। এর মধ্যেই আবার অবসর জল্পনায় নতুন মাত্রা যোগ করল বিসিসিআই সূত্রের একটি খবর। দেশের এই প্রাক্তন অধিনায়ককে নাকি ভারতীয় টিম থেকেই এখন অবসর নিতে বারণ করা হয়েছে! আর সেটা টিমেরই স্বার্থে, ২০২০ টি-২০ বিশ্বকাপের জন্যধোনিকে মাথায় রেখেই দল গঠনের পরিকল্পনা চলছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের!
আসলে ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীনই আলোচনার প্রধান বস্তু ছিল, ধোনি এরপর কী করবেন? ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক বাইশ গজের দুনিয়াকে এবার কি তিনি আলবিদা জানাবেন? নাকি ভারতীয় বোর্ড এবার তাঁকে একপ্রকার বাধ্য হয়েই কোনও বার্তা দেবে? ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ার পর এই আলোচনা আরও বেড়ে যায়। কিউয়িদের বিরুদ্ধে শেষচারের ম্যাচে ভারতের টপ অর্ডারের বিপর্যয়ের পর রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে দলকে জয়ের পথে নিয়ে এসেও রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এমএসডি। ধোনির সেদিনের লড়াই বিশেষজ্ঞদের কুর্নিশ পেলেও সমালোচকরা তাঁকে তুলোধনা করতে ছাড়েননি দলকে জিতিয়ে মাঠ না ছাড়তে পারার জন্য।পাশাপাশি তাঁকে নিয়ে অভিযোগ, গোটা বিশ্বকাপ জুড়েই ধোনি মন্থর ব্যাটিং করেছেন, বয়সের ছাপ পড়েছে তাঁর উইকেটরক্ষকের ভূমিকাতেও। ফিনিশারের ভূমিকাতেও তিনি আর সাফল্য পাচ্ছেন না বলে সমালোচকরা গলা চড়াতে শুরু করে দেন। অবসরের দাবি এরপর আরও জোরালো হয়ে ওঠে।
এরপরওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচনী বৈঠক ঘিরে নাটক আরও চরমে ওঠে। বৈঠকের একদিন আগে ধোনি বোর্ডকে বলে দেন, তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতে চাইছেন না, বরং সেই সময়ক্রিকেট থেকে ছুটি নিয়ে সেনাবাহিনীতে ট্রেনিং নেবেন। যদিও ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনী বৈঠক শেষে জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ বলে দেন, ‘ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার সবচেয়ে ভালো জানে কখন অবসর নিতে হবে। কিন্তু টিমের ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণ নির্বাচকদের হাতে। ঋষভকে তিনটে ফর্ম্যাটেই সুযোগ দেব।’