ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বল হাতে নিজেই দায়িত্ব নিয়ে ভাঙেন ভারতের ওপেনিং জুটি। বিপর্যয় থেকে দলকে বের করে আনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ক্যাপ্টেন কোহলি। তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও টস হেরে ব্যাটিং করতে হয় ভারতকে। গতকাল সাবাইনা পার্কের ঘাসের পিচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার৷
ভারত প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখেছিল৷ ফলে সাবাইনা পার্কেও মাঠের বাইরে থাকতে হল রবিচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহাকে৷ ঘাসের পিচে অশ্বিনের অন্তভূক্তি নিয়ে সংশয় থাকলেও দেশের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিকে না-খেলিয়ে সেই পন্তের উপরই ভরসা রাখল বিরাট-শাস্ত্রী জুটি৷ টস হেরে বিরাট বলেন, ‘এই পিচে প্রথমে ব্যাটিং করা চ্যালেঞ্জিং৷ প্রথম সেশনটা অত্যন্ত কঠিন৷ তবে প্রথমে ব্যাটিং করে স্কোর বোর্ডে রান তুলতে পারলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা যায়৷ আমাদের ধৈর্য নিয়ে ব্যাট করতে হবে৷ ৭০-৮০ রানের পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগের টেস্টে বোলাররা দারুণ পারফর্ম করেছে এবার ব্যাটসম্যান রান করতে হবে৷’
ম্যাচের শুরুটা খুব একটা ভালো ছিলনা ভারতের জন্য। তবে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অসুবিধা বিরাট বাহিনীর জন্য। বিপর্যয় থেকে দলকে বের করে আনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ক্যাপ্টেন কোহলি। তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। যদিও দুজনের সুযোগ থাকা সত্ত্বেও ব্যক্তিগত ইনিংসকে তিন অঙ্কে টেনে নিয়ে যেতে পারেননি। শেষের দিকে ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে হনুমা বিহারী যথাসাধ্য লড়াই চালান। ফলে জামাইকা টেস্টের প্রথম দিনে আপাতত বিপন্মুক্ত টিম ইন্ডিয়া।
পিচে যথেষ্ট পরিমানে ঘাস রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বল হাতে নিজেই দায়িত্ব নিয়ে ভাঙেন ভারতের ওপেনিং জুটি। ওপেনার রাহুল কে ফেরান মাত্র ১৩ রানে। অভিষেককারী কর্নওয়াল চেতেশ্বর পুজারার মূল্যবান উইকেট টি তুলে নেন। এরপরেই মাঠে নামেন অধিনায়ক কোহলি। মায়াঙ্কের সাথে জুটি বেঁধে ৬৮ রানের পার্টনারশিপ জোড়েন। অর্ধ শতরান সম্পূর্ণ করে হোল্ডারের বলে আউট হয়ে যান তিনি। ১২৭ বলে ৫৫ রান করেই শেষ হয় মায়াঙ্কের ইনিংস। অজিঙ্কা রাহানেও এই দিন খুব বেশি থিতু হতে পারেননি। ব্যক্তিগত ২৪ রানেই সমাপ্ত হয় রাহানের ইনিংস। তার কিছুক্ষনের মধ্যে ব্যক্তিগত ৭৬ রানে বিরাট কোহলিরও জিনিস শেষ হয় , এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে হনুমা বিহারি দিনের শেষে দলকে একটু স্বাভাবিক ভাবে নিয়ে আসে। বিহারী ৮টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৪২ রান করে অপরাজিত রয়েছেন। পন্ত নটআউট রয়েছেন ৬৪ বলে ২৭ রান করে। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। আপাতত প্রথম দিনের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে।