দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার চিন্নাস্বামীতে৷ মোহালিতে প্রোটিয়াদের সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে চিন্নাস্বামীতে নামবে কোহলি অ্যান্ড কোং
শুক্রবার চিন্নাস্বামীতে বিরাটদের প্র্যাকটিসে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের ‘দ্য ওয়াল’ তথা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে৷ ক্যাপ্টেন কোহলি-সহ প্রধান কোচ রবি শাস্ত্রী এবং ক্রিকেটাদের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির দায়িত্বে এখন তাঁর হাতে৷ ভারত-এ এবং অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচিং ছেড়ে এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর হয়েছেন রাহুল দ্রাবিড়৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার চিন্নাস্বামীতে৷ মোহালিতে প্রোটিয়াদের সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে চিন্নাস্বামীতে নামবে কোহলি অ্যান্ড কোং৷ ধরমশালায় প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারের সম্ভাবনা নেই বিরাটদের৷ বেঙ্গলুরুতে তাই খোশমেজাজে বিরাটবাহিনী৷ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাতে আরও যেন চনমনে টিম ইন্ডিয়ার তরুণ বিগ্রেড৷
বিরাটের টি-২০ দলের অনেকেই ছিলেন দ্রাবিড়ের কোচিংয়ে ভারত-এ এবং অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলেছেন৷ রাহুল স্যারকে কাছে পেয়ে আপ্লুত শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহাররা৷ তরুণদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ঋষভ পন্তকে পরামর্শ দিতে দেখা যায় দ্রাবিড়কে৷ মোহালিতে দ্বিতীয় ম্যাচে দু’রানে পৌঁছতে পারেননি পন্ত৷
এদিন তাই ‘দ্য ওয়াল’-এর কাছ থেকে মূল্যবান পরামর্শ নিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান৷ এছাড়াও শিখর ধাওয়ান এবং ক্যাপ্টেন কোহলির সঙ্গে কথা বলেন দ্রাবিড়৷ দীর্ঘক্ষণ কথা হয় বিরাটদের ‘হেডস্যার’ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে৷