জাপানেও সিন্ধুর বিদায় ইয়ামাগুচির হাত ধরেই
শেষ আটে স্ট্রেট সেটে হেরেই জাপান ওপেন থেকে বিদায নিলেন বিশ্বের পাঁচ নম্বর শাটলার পিভি সিন্ধু৷ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলারের বিদায়ের সঙ্গে সঙ্গে জাপান ওপেনের মহিলা সিঙ্গলসে ভারতের প্রদীপ নিভে গেলেও পুরুষ সিঙ্গলসে ইন্দোনেশিযার টমি সুগিয়ার্তোকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন অবাছাই ভারতীয় শাটলার বিসাই প্রণীত৷
শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বিশ্বর দু’নম্বর জাপানিজ শাটলার আকানে ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে (১৮-২১, ১৫-২১) সিন্ধু হেরে যান মাত্র ৫০ মিনিটে৷ কয়েক দিন আগেই ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে এই ইয়ামাগুচির কাছে হেরেই ট্রফি খুইয়েছিলেন এই হায়দরাবাদি৷
বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে জাপানেরই আয়া ওহরিকে ১ ঘণ্টা ১ মিনিটের লড়াইয়ে হারিয়ে শেষ আটে পা রেখেছিলেন সিন্ধু৷ ওহরির বিরুদ্ধে প্রথম গেম হারলেও পরের দু’টি গেম জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন গোপীচাঁদের ছাত্রী৷ কিন্তু এদিন জাপানি প্রতিদ্বন্দ্বী ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেমে ১২-৭ লিড নিয়েও ম্যাচ বের করতে পারেননি সিন্ধু৷ তারপর ১৬-২০ পিছিয়ে প্রথম গেম হারেন তিনি৷ এরপর দ্বিতীয় গেম হাড্ডাহাডি লড়াই দিয়ে শুরু হলেও ৬-৬ পয়েন্ট থেকে ১৩-৭ এগিয়ে যান ইয়ামাগুচি৷ সিন্ধু ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যবধান ১০-১৬ করেন৷ এর পর সিন্ধু টানা দু’পয়েন্ট পেলেও পরপর পাঁচ পয়ন্ট নিয়ে ম্যাচ পকেটে পুরে নেন ইয়ামাগুচি৷
সিন্ধু বিদায়ের দিনে অবশ্য পুরুষ সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছেন প্রণীত৷ ইন্দোনেশিয়ার সুগিয়ার্তোকে স্ট্রেট গেমে (২১-১২, ২১-১৫) হারিয়ে সেমিফাইনালে পৌঁছন ভারতীয় তারকা৷ মাত্র ৩৬ মিনিটে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়শিপে ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার শাটলারের বিরুদ্ধে ম্যাচ জিতে নেন প্রণীত৷ সেমিফাইনালে প্রণীতের লড়াই শীর্ষ বাছাই জাপানি কেন্তো মমোতার বিরুদ্ধে৷