সিন্ধুর হাতে ১০ লক্ষ টাকার পুরস্কার মূল্য তুলে দেন রিজিজু।
দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিশ্বচ্যাম্পিয়ন শ্যাটলার পি ভি সিন্ধু। বিশ্বচ্যাম্পিয়ন এই ভারতীয় শ্যাটলারকে ভারতের গর্ব হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। তাঁর হাতে ১০ লক্ষ টাকার পুরস্কার মূল্য তুলে দেন রিজিজু।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার সময় পি ভি সিন্ধুর সঙ্গে ছিলেন কোচ গোপীচাঁদ সহ সার্পোটিং স্টাফ। বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রাপ্ত সোনার পদকটি প্রধানমন্ত্রীকে দেখান তিনি। পি ভি সিন্ধুর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ট্যুইটারে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ভারতের গর্ব। এক প্রকৃত চ্যাম্পিয়ন যে সোন ও অনেক গৌরব ভারতে এনেছে। পি ভি সিন্ধুর সঙ্গে দেখা করে ভাল লাগল। অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।
এদিন পি ভি সিন্ধুর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে ছিলেন দেশের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা। পরে নিজের ট্যুইটবার্তায় কিরেন রিজিজু লেখেন, ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়ে ইতিহাস তৈরি করার জন্য সম্মানিত। ভারতকে আগামীদিনে আরও গৌরবান্বিত করার জন্য সিন্ধুর প্রতি শুভেচ্ছা রইল।
এর আগে এদিন সকালে দেশে ফিরে দিল্লি বিমানবন্দরে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিন্ধু বলেছেন, দেশের জন্য আরও বেশি পদক জিততে চাই। সকল সমর্থকদের শুভেচ্ছা এবং আর্শীবাদের জন্য ধন্যবাদ। মুহূর্তটা আমার কাছে অনেক বড়। ভারতীয় হিসেবে আমি গর্বিত।