সিএবি নির্বাচনে শেষদিনে মনোনয়ন জমা দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

< 1 - মিনিট |

শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দেয় যে, সত্তরোর্ধ্বরা পদাধিকারী না হতে পারলেও তাঁদের ভোটদানের অধিকার থাকবে। সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেন সিএবি প্রেসিডেন্ট

কে আর সি টাইমস ডেস্ক

অবশেষে জটিলতা কাটিয়ে শনিবার শেষদিনে সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাসকগোষ্ঠীর সদস্যরা৷ বৃহস্পতিবারই সিএবি নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল সৌরভের।

কিন্তু নিয়মের জটিলতায় সেদিন মনোনয়ন জমা দেননি সিএবি সভাপতি৷ শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ফেরায় এদিন সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন সৌরভসহ শাসকগোষ্ঠীর সদস্যরা৷

ওয়ার্কিং কমিটির নির্দেশের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থা সিওএ-র কাছে আবেদন করে৷ সিএবি-সহ যে ১৮টি ক্রিকেট সংস্থা সিওএ-র নতুন নির্দেশিকার বিরোধিতা করে, তাদের সেই অভিযোগ খতিয়ে দেখে শুক্রবার রায় দেয় সুপ্রিম কোর্ট।

শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দেয় যে, সত্তরোর্ধ্বরা পদাধিকারী না হতে পারলেও তাঁদের ভোটদানের অধিকার থাকবে। সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেন সিএবি প্রেসিডেন্ট৷

সৌরভ বলেন, ‘সত্তরোর্ধ্ব সদস্যেরা ভোটাধিকার না পেলে সংস্থা চালানোয় সমস্যা হত। সুতরাং সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করি আর কোনও সমস্যা হবে না।’ সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তি ফিরেছে সিএবি ও তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় শাসকগোষ্ঠীর বর্ষীয়ান সদস্যদের৷

জানা গিয়েছে, মনোনয়ন জমা দেবেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তবে কোন পদের জন্য স্নেহাশিস মনোনয়ন জমা দেবেন, তা এখনও পরিষ্কার নয়। তবে প্রেসিডেন্ট ও যুগ্ম-সচিবের পদে মনোনয়ন জমা দেবেন যথাক্রমে সৌরভ ও অভিষেক ডালমিয়া৷

তবে আরও এক যুগ্ম-সচিব পদের মনোনয়ন জমা দিতে চলেছেন টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাস। যদিও ভাইস-প্রেসিডেন্ট পদে সমর পালের সঙ্গে লড়াই হতে পারে নরেশ ওঝার। কোষাধ্যক্ষের পদে দেবাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াই হতে পারে প্রবীর চক্রবর্তীর৷ যদিও মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন এব্যাপারে সিদ্ধান্ত নেবেন সৌরভ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news