সাউদাম্পটনকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

< 1 - মিনিট |

ঘরের মাঠে সাউদাম্পটনকে ৩-১ গোলে পারজিত করে গুয়ার্দিওলার ম্যান সিটি৷

কে আর সি টাইমস ডেস্ক

সার্জিও আগুয়েরোর জোড়া গোলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি৷ ঘরের মাঠে সাউদাম্পটনকে ৩-১ গোলে পারজিত করে গুয়ার্দিওলার ম্যান সিটি৷ হোম টিমের হয়ে অপর গোলটি করেন ওতামেন্দি৷ সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান জে স্টিফেন্স৷ গত শনিবার লেস্টার সিটির কাছে ০-৯ গোলে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ম্যান সিটির কাছে আরও একবার বিধ্বস্ত হতে হয় সাউদাম্পটনকে৷ সপ্তাহান্তে অ্যাস্টন ভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় তুলে নেওয়া প্রথম একাদশে ন’টি রদবদল করে দল নামান গুয়ার্দিওলার৷ বার্নান্দো সিলভা ও জসুস ছাড়া বাকি সবাইকে বদলে ফেলেন সিটি কোচ৷ টমি ডোইল সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নামেন৷ আগুয়েরো ক্লাবের হয়ে ৩৫০ তম ম্যাচ খেলতে নামেন৷ সেদিক থেকে মাইলস্টোন ম্যাচ জোড়া গোলে স্মরণীয় করে রাখেন আর্জেন্টিনা তারকা৷ ম্যাচের ২০ মিনিটে সিলভার পাস থেকে সিটির হয়ে প্রথম গোল ওতামেন্দির৷ ৩৮ মিনিটে ওয়াকালের পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আগুয়েরো৷ জোড়া গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ম্যাঞ্চেস্টার সিটি৷ ৫৬ মিনিটে আগুয়েরো ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন৷ সিটি এগিয়ে যায় ৩-০ গোলে৷ ৭৫ মিনিটে ওয়ার্ড-প্রউসের পাস থেকে গোলে করে সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান এবং স্কোর-লাইন ৩-১ করেন স্টিফেন্স৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news