সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ইস্টবেঙ্গল হেড স্যার
লাল-হলুদ শিবিরে বাড়ল স্প্যানিশ সংখ্যা। শহরে পা
রেখেছেন ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি মার্কোস এসপাদা। সোমবার ভোর রাতে আসার কথা ছিল জাভি-ইনিয়েস্তার
দেশের স্ট্রাইকারের। কিন্তু তার একদিন আগেই শহরে চলে এলেন মার্কোস। দমদম বিমান বন্দরে সমর্থকদের ঢল নেমেছিল তাঁকে দেখার জন্য।
বিমান বন্দরে নামার পরে মার্কোস বলেন, ‘ইস্টবেঙ্গলের নাম শুনেছি। ওদের
ঐতিহ্য রয়েছে। সমর্থকরা ক্লাবকে ভালোবাসেন। অনুশীলনে নামার পরে সমর্থকদের আবেগ আরও
বুঝতে পারব।’
এনরিকে এসকুইদা চলে যাওয়ার পরে বিদেশি স্ট্রাইকারের
অভাব ছিল লাল-হলুদে। মার্কোসের আসার পরে সেই অভাব মিটবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, গোকুলামের বিরুদ্ধে ডুরান্ড সেমিফাইনাল খেলবে
ইস্টবেঙ্গল। তাই লাল-হলুদে ডুরান্ড সেমিফাইনালের প্রস্তুতি চলছে। গোকুলাম খুব শক্ত প্রতিপক্ষ।
চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই তারা ১০ গোল করে ফেলেছে। তিন ম্যাচে দু’টি গোল সহ আট গোল করেছেন তাদের ত্রিনিদাদের ফুটবলার মার্কোস যোশেফ। তাই ফাইনালে ওঠার ম্যাচে লাল-হলুদ বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই মনে
করা হচ্ছে। যদিও আলেজান্দ্রো প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। তিনি নিজের দলেই ফোকাস করছেন।