শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন তামিলনাডুর এলাভেনিল ভালারিভান

< 1 - মিনিট |

বুধবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন বছর ২০-র তামিলনাডুর এই শ্যুটার

কে আর সি টাইমস ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে বুধবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন বছর ২০-র তামিলনাডুর এলাভেনিল ভালারিভান শ্যুটার। ২৫০.৬ পয়েন্ট নিয়ে রূপোতে সন্তুষ্ট থাকতে হয় গ্রেট ব্রিটেনের সেওনেড মেকিনটোস। ব্রোঞ্জ পান চাইনিজ তাইপে ইয়াং-শি লীন।

২৫১.৭ পয়েন্ট নিয়ে ফাইনালে সোনা অর্জন করেন এলাভেনিল ভালারিভান। উল্লেখ করা যেতে পারে অপূর্বী চান্দেলা, অঞ্জলী ভাগওয়াত পরে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন বছর ২০-র এই তামিল তারকা । রিও ডি জেনেরিও শ্যুটিং ফাইনালে এলাভেনিল ভালারিভান ছাড়া ছিল দুই ভারতীয় অঞ্জুম মৌদগিল এবং অপূর্বী চান্দেলা । এই ইভেন্টে ১৬৬.৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থান অর্জন করেন অঞ্জুম মৌদগিল । কুয়ালিফাই রাউন্ডে ১১তম স্থানে শেষ করে অপূর্বী চান্দেলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news