ছবির ক্যাপশনে ভিকে লিখেছেন “স্কোয়াড”
ওয়েস্ট ইন্ডিজে পা রাখার পর টিম ইন্ডিয়া সদস্যদের এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ছবির ক্যাপশনে ভিকে লিখেছেন “স্কোয়াড”। ছবির বাঁদিক থেকে রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, বিরাট কোহলি, খলিল আহমেদ, শ্রেয়াস আয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও লোকেশ রাহুল। বিরাট তাঁর সীমিত ওভারের ডেপুটি রোহিত শর্মাকে ছাড়াইঈ এই ছবি তুলে পোস্ট করায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক ।