২০২০ আইপিএল ফাইনাল হতে পারে সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে

< 1 - মিনিট |

২০২০ আইপিএল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিবর্তে নবরূপে নির্মিত গুজরাটের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে আইপিএলের খেতাব নির্ণায়ক ম্যাচ

কে আর সি টাইমস ডেস্ক

আসন্ন ২০২০ আইপিএল ফাইনালের ভেন্যুর পরিবর্তন হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিবর্তে নবরূপে নির্মিত গুজরাটের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে আসন্ন আইপিএলের খেতাব নির্ণায়ক ম্যাচ। প্রাথমিকভাবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দিয়ে মার্চে এক লক্ষ দশ হাজার আসন আসনবিশিষ্ট বিশ্বের সর্ববৃহৎ এই স্টেডিয়াম উদ্বোধনের কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে স্টেডিয়ামের বাকি কাজ শেষ হওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের দায়িত্ব থেকে সরে আসে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরিবর্তে আগামী ২৯ মে আইপিএল ফাইনাল দিয়ে নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধনের প্রস্তাব আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে পেশ করা হয়। সোমবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনার পর বিষয়টিয়ে কার্যত সিলমোহর পড়ে গিয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, আমেদাবাদের নয়া এই স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজনের বিষয়টি মোটামুটি নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে ফেব্রুয়ারিতেই। উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। চলবে ২৪মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *