ডার্বির দিন ঘোষণা হওয়ায় আই লিগের কিছু ক্রীড়াসূচির বদল ঘটছে। ১৭ জানুয়ারি নেরোকা-মোহনবাগান ও ২১ জানুয়ারি ইস্টবেঙ্গল-আইজল ম্যাচ ছিল। এই দু’টো খেলার দিন শীঘ্রই নুতন করে ঘোষণা করবে ফেডারেশন।
আই লিগে ডার্বির দিন ঘোষণা করল ফেডারেশন। নতুন বছরের ১৯ জানুয়ারি ডার্বি হবে। দু’দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ফেডারেশন কর্তারা। এনআরসি ও সিএএ নিয়ে সারা দেশ এখন উত্তাল। তার প্রভাব গিয়ে পড়েছে ডার্বিতেও। সেজন্য নির্ধারিত ২২ ডিসেম্বর ডার্বি বাতিল হয়ে যায়। আসলে পুলিশ চেয়েছিল, কম সংখ্যক দর্শক মাঠে ঢুকিয়ে খেলার ব্যবস্থা করতে। যা মেনে নিতে পারেনি মোহনবাগান। আই লিগের ক্রীড়াসূচি অনুযায়ী এবার প্রথম ডার্বির দায়িত্ব সবুজ-মেরুন শিবিরের। তাই কম সংখ্যক দর্শক নিয়ে খেলতে অনীহা প্রকাশ করে মোহনবাগান। ফলে আগামীকাল ২২ ডিসেম্বর ডার্বি বাতিল করতে হয়। তারপর থেকেই নতুন দিন নির্ধারণ নিয়ে আলোচনা করে অবশেষে তাঁরা সিদ্ধান্ত জানিয়ে দিল। শনিবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি ডার্বির দিন ঘোষণা হওয়ায় মোহনবাগান কর্তারা যথেষ্ট খুশি। অর্থসচিব দেবাশিস দত্ত জানিয়ে দিলেন, ‘ভালই হয়েছে। আশা করি ততদিনে দেশের উদ্ভূত সমস্যা মিটে যাবে। তাহলে যুবভারতীতে ফুটবল প্রেমীরা দল বেঁধে আসবেন খেলা দেখতে’। ইস্টবেঙ্গলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দেবব্রত সরকার ক্ষুব্ধ কণ্ঠে জানিয়ে দিলেন, ‘মোহনবাগান-ফেডারেশনের মধ্যে যে নাটক চলছে তাতে যোগ দেওয়ার ইচ্ছে আমার নেই’। ডার্বির দিন ঘোষণা হওয়ায় আই লিগের কিছু ক্রীড়াসূচির বদল ঘটছে। ১৭ জানুয়ারি নেরোকা-মোহনবাগান ও ২১ জানুয়ারি ইস্টবেঙ্গল-আইজল ম্যাচ ছিল। এই দু’টো খেলার দিন শীঘ্রই নুতন করে ঘোষণা করবে ফেডারেশন।